East Bengal Club : মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন ইমামি কর্তারা!

চুক্তি জট অব্যাহত। চলতি সপ্তাহে ভালো কোনো খবর পাওয়া গেলেও যেতে পারে বলে মনে করা হচ্ছে। ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব কর্তারা বলছেন, সব ইতিবাচক। কিন্তু…

East Bengal and Emami

চুক্তি জট অব্যাহত। চলতি সপ্তাহে ভালো কোনো খবর পাওয়া গেলেও যেতে পারে বলে মনে করা হচ্ছে। ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব কর্তারা বলছেন, সব ইতিবাচক। কিন্তু সমর্থকদের মন আর তাতে বিগলিত হচ্ছে না।

দফায় দফায় হওয়া বৈঠক ইতিবাচক। সই হওয়ার দিকে এগোচ্ছে পরিস্থিতি। এমনটা ক্লাব ও কোম্পানি উভয় দিক থেকেই দাবি করা হয়েছে। কিন্তু আসল কাজ, মানে সইটাই হয়নি। যার ফলে ফুটবল মহলের একাংশ আশঙ্কা করছে, মুখে ঠিক আছে বললেও ভিতরে ভিতরে পরিস্থিতি অন্য কিছু হতেও পারে।
ময়দানে কানাঘুষো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন ইমামি গোষ্ঠীর কর্তারা। কথা হতে পারে ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে। এমনও শোনা যাচ্ছে ক্লাবের কাছ থেকে আরও কিছু কাগজ চেয়ে পাঠিয়েছে কোম্পানি।

সামনে কলকাতা ফুটবল লিগ। টুর্নামেন্টে দল নামানোর মতো রসদ ক্লাবের হাতে এখনও নেই। তাই আগামী কয়েক দিন চাপে থাকবেন লাল হলুদ কর্তারা। চলতি সপ্তাহে সই যদি হয়, তাহলে তার আগে আরও একটা মিটিং হতে পারে ক্লাব ও কোম্পানির মধ্যে। সেখানে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।