Bandhan Bank Recruitment: পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ। (WB Bandhan Bank Recruitment 2024)। বন্ধন ব্যাংকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ…

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ। (WB Bandhan Bank Recruitment 2024)। বন্ধন ব্যাংকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন –

অফিসিয়াল বিজ্ঞপ্তি –
https://www.ncs.gov.in//Pages/ViewJobDetails.aspx?JSID=qhyhQO6Me24%3D

শুধুমাত্র walk-in-interview দিয়েই আপনি চাকরি টি পেতে পারেন কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না।

পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য বিরাট সুযোগ | বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ চলছে এমনটাই জানিয়েছেন বন্ধন ব্যাংকের HR ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ। ছেলে এবং মেয়ে উভয়ই যে যার জেলাতেই কাজ করতে পারবেন | এটি জেলা ভিত্তিক (পিন কোড হিসাবে) সিলেকশন করা হবে।

এছাড়াও, বিস্তারিত জানার জন্য সরাসরি ফোন করতে পারেন HR DEPARTMENT – 9679813246 অথবা 7044871748 এই দু’টি নম্বরে।

ই-মেল করুন [email protected]এখানে।

(Bandhan Bank Recruitment 2023 : Name of the Post)
এই বন্ধন ব্যাংকে বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম গুলি হল।

১) ডাটা এন্ট্রি অপারেটর ( Data entry Operator)
২) রিলেশনশিপ অফিসার (Relationship Officer)
৩) ব্রাঞ্চ ব্যাংকিং (Branch Banking)
৪) ব্যাংকিং অপারেশন এন্ড কাস্টমার সার্ভিস (Banking Operations & Customer Services)
৫) ফিন্যান্স এন্ড অ্যাকাউন্টস (Finance & Accounts)
৬) Back Office Executive

বয়স সীমা : বন্ধন ব্যাংকে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তবেই আবেদনযোগ্য।

বেতন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে প্রতিমাসের 15,500/- টাকা থেকে 25,700/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদন করার সময়ে যেসমস্ত ডকুমেন্টসগুলির জেরক্স কপি জমা দিতে হবে সেগুলি হল:

১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
২. মাধ্যমিকের মার্কশিট
৩. উচ্চ মাধ্যমিকের মার্কশিট
৪. এর পাশাপাশি আপনি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কশিট
৫. আধার কার্ড
৬. ভোটার কার্ড
৭. প্যান কার্ড
৮. পাসপোর্ট সাইজের ফটোকপি এবং
৯. চাকরিপ্রার্থীর নিজস্ব বায়োডাটা।

যোগাযোগ: ফোন দিয়ে করুন 9679813246 অথবা 7044871748 এই নম্বরে।
ই-মেল করুন [email protected]এখানে।