সাব-ইন্সপেক্টার পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল, রইল আবেদন পদ্ধতি

চাকরি দিতে চলেছে ভারতীয় রেল। ভারতীয় রেলের পক্ষ থেকে আরপিএফ সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি…

Indian railways

চাকরি দিতে চলেছে ভারতীয় রেল। ভারতীয় রেলের পক্ষ থেকে আরপিএফ সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে এই পদে নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে । 
আবেদনের শেষ তারিখ১৪ মে, ২০২৪।

আবেদন পদ্ধতি
আবেদন জানানোর জন্য প্রার্থীকে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। এরপর হোমপেজের apply অপশন থেকে আবেদনপত্রটি ওপেন করতে হবে। এরপর অনলাইন আবেদনপত্রে প্রথমে প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। সমস্ত তথ্য পূরণ করার পর ডকুমেন্ট আপলোড করার অপশনে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে।

   

শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাস করে থাকতে হবে।

বয়স
১ জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী ইচ্ছুক আবেদনকারীদের বয়স ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। জাতিগত আইন অনুযায়ী সেই সকল প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।

পদের নাম
সাব-ইন্সপেক্টর

মোট শূন্যপদ
৪৫২ টি।

বেতন
আরপিএফ সাব-ইন্সপেক্টর পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হল ৩৫,৪০০ টাকা।

আবেদন ফি
আবেদনকারী প্রার্থীদের এককালীন ২৫০ টাকা ফি হিসেবে জমা করতে হবে। তাই যোগ্য প্রার্থীদের শীঘ্রই আবেদনের অনুরোধ করা হচ্ছে।