Wednesday, November 26, 2025
HomeEducation-Careerএয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে নিয়োগ, মাসিক বেতন ২০,০০০ টাকা

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে নিয়োগ, মাসিক বেতন ২০,০০০ টাকা

- Advertisement -

এবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির সুযোগ। সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এএআই এর পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হবে সার্টিফাইড সিকিউরিটি স্ক্রিনার হিসেবে।

বিজ্ঞপ্তিতে আরো ভালো হয়েছে নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে তবে প্রার্থীদের কাজ দেখে পরে সেই চুক্তি বাড়ানো যেতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা ২৩টি। আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে একই সাথে থাকতে হবে উচ্চমাধ্যমিক পাশ সার্টিফিকেট।

   

জানা গিয়েছে সংশ্লিষ্ট পদে নিযুক্ত হওয়ার পর প্রার্থীদের বেতন দেয়া হবে প্রায় কুড়ি হাজার টাকার কাছাকাছি। একই সাথে দেওয়া হবে বোনাস। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে রাচির বিরসা মুন্ডা এয়ারপোর্টে আগামী তিন বছরের জন্য নিয়োগ করা হবে।

আবেদন করার জন্য প্রার্থীদের পূর্বে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগ প্রক্রিয়া হবে পুরোপুরি ভাবে ইন্টারভিউ এর ভিত্তিতে। বিজ্ঞপ্তি অনুযায়ী ইন্টারভিউ হবে আগামী ৩০শে জুন। ইন্টারভিউ দেওয়ার সময় সংশ্লিষ্ট আবেদন পত্র এবং নিজস্ব যাবতীয় আসল নথি নিয়ে যেতে হবে।

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

Recent Comments