SSC: দীর্ঘ অপেক্ষার পর প্যানেল প্রকাশ, সুদিন ফিরছে যোগ্য প্রার্থীদের!

২০১৬-র নবম-দশমের সহকারি শিক্ষকের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্যানেল প্রকাশ করল এসএসসি। নম্বর বিভাজন-সহ এসএলএসটির প্যানেল প্রকাশ করল কমিশন। সেইসঙ্গে প্রকাশ করা হল ওয়েটিং লিস্ট৷

১২ মে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিষয় ভিত্তিকের পাশাপাশি নম্বর বিভাজন নিয়ে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির বক্তব্য ছিল, এতে স্কুল সার্ভিস কমিশনের ভাবমূর্তি যেমন বজায় থাকবে, একইসঙ্গে দুর্নীতির বিষয়টিও প্রকাশ্যে আসবে৷ এর জন্য এক সপ্তাহের সময় দিয়েছিল আদালত৷ কিন্তু তা মানা হয়নি৷

   

সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিচারপতি৷ স্কুল সার্ভিস কমিশনের যুক্তি ছিল যেহেতু স্কুল সার্ভিস কমিশনের সার্ভার রুম সিবিআই দখলে নিয়েছে, তাই এখনই তালিকা প্রকাশ করা সম্ভব নয়। অবশেষে আজ তালিকা প্রকাশ করল কমিশন।

তবে প্রশ্ন তুলেছেন মামলাকারী আইনজীবিরা৷ তাঁদের বক্তব্য প্যানেল প্রকাশের পাশাপাশি আবেদনপত্র ওয়েবসাইটে আপলোড হওয়ার কথা ছিল। কিন্তু তা করা হয়নি।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে স্বচ্ছ নিয়োগের দাবিতে ধর্মতলায় আন্দোলন করে চলেছেন হবু শিক্ষকরা৷ বারবার মুখ্যমন্ত্রীর তরফে চাকরির বিষয়ে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এবার আদালতের নির্দেশে সুদিন দেখতে পারেন তাঁরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন