অশোক-গৌতম চান ‘হেরো’ দলকে উপহার দিতে, ফাগুন হাওয়ায় দুলছে শিলিগুড়ি

কাঞ্চনজঙ্ঘার তলায় দার্জিলিং জেলার তথা দেশের অন্যতম বাণিজ্য নগরী শিলিগুড়িতে অভিনব সোমবার। ফাল্গুনের প্রথম দিনে যদিও তাপমাত্রা কমছে, কিন্তু শিলিগুড়ি (SMC Election) তেতে আছে। সোমবার…

SMC Election

কাঞ্চনজঙ্ঘার তলায় দার্জিলিং জেলার তথা দেশের অন্যতম বাণিজ্য নগরী শিলিগুড়িতে অভিনব সোমবার। ফাল্গুনের প্রথম দিনে যদিও তাপমাত্রা কমছে, কিন্তু শিলিগুড়ি (SMC Election) তেতে আছে। সোমবার নির্ধারিত হয়ে যাবে জনতার রায় কোনদিকে।

দুই প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য ও গৌতম দেব নাকি নবীন বিধায়ক শংকর ঘোষ কে কার দলকে এই নগরী উপহার দিতে পারেন, তার চুলচেরা বিশ্লেষণ চলছে। শিলিগুড়ির অন্দরে অন্দরে চোরাস্রোতে ত্রিশঙ্কু তত্ত্ব পাক খাচ্ছে অবিরত। শিলিগুড়ি কি বিরোধীপক্ষে নাকি সরকারপক্ষে এই প্রশ্ন রাজ্য জুড়ে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সোমবার চার পুরনিগমের ফলাফল। বিধাননগর, চন্দননগর, আসানসোল নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রায় ‘নিশ্চিত’। কিন্তু শিলিগুড়ি? খোদ টিএমসি ভোট ম্যানেজাররা জানেন না ঠিক কী হতে চলেছে।

গত দশ বছর শিলিগুড়ি মমতা বিরোধী। এ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গলার কাঁটা। সেই কাঁটা উপড়ে ফেলতে পুরনিগম দখলে মরিয়া তৃণমূল কংগ্রেস নেত্রী। শিলিগুড়িতে টিএমসির সেনাপতি প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব আদাজল খেয়ে নেমেছেন। টিএমসির তরফে বোর্ড দখলের দাবি করেছেন।

শিলিগুড়ির সিপিআইএম নেতা, প্রায় তিন দশকের প্রাক্তন পুরমন্ত্রী, প্রাক্তন মেয়র, আন্তর্জাতিক পরিচিতি পাওয়া এমন সব তকমাধারী ব্যক্তিত্ব অশোক ভট্টাচার্য। তিনি বিধানসভা ভোটে হেরেছেন। আপাতত বামফ্রন্টের তরফে ফের পুরনিগম যুদ্ধে ঝাঁপিয়েছেন। অশোকবাবুর দাবি, বোর্ড দখল করছিই। কংগ্রেসের সঙ্গে জোট করে বোর্ড করতে হলে করব। এখানেই সব রাজনৈতিক সমীকরণ জটিল হতে চলেছে। শিলিগুড়িতে পারস্পরিক লড়াই করলেও সিপিআইএম ও কংগ্রেস ভোটপরবর্তী জোটের জন্য মরিয়া। কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শংকর মালাকার দিয়েছেন বার্তা।

বিধানসভা ভোটে শিলিগুড়ির চমক ছিলেন শংকর ঘোষ। সিপিআইএম ছেড়ে, রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্যের সঙ্গ ছেড়ে বিজেপি গিয়ে বিধায়ক! কমিউনিস্ট বিপ্লবী চে গোভারা ভক্ত আপাত হিন্দুত্ববাদী শংকর ঘোষের দাবি ভোটে সরকার বিরোধী রায় স্পষ্ট। তিনি স্পষ্ট করে পুরনিগম দখলের কথা বলেননি।

গত বাম জমানার পতন বছর ২০১১ সালে শিলিগুড়ি থেকে হেরেছিলেন ততকালীন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য। তবে শিলিগুড়ির পুরনিগমে জোট তত্ত্ব প্রয়োগ করে লাল পতাকা ফের উড়িয়ে দেন। পরবর্তী ভোটে ফের জয়ী হন। মেয়র ও বিধায়ক হিসেবে শিলিগুড়ি পুরনিগম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বারবার সমালোচনা করেছেন। গত বিধানসভায় তিনি হারতেই পুর প্রশাসক পদ ছেড়ে দেন। তড়িঘড়ি মমতা সেই পদে বসান গৌতম দেব কে।

টিএমসি ও সিপিআইএম দুই দলের সুপার হেভিওয়েট দুই নেতার আশা নিজেদের ‘হেরো’ দলকে উপহার হিসেবে শিলিগুড়ি দেওয়ার। বিজেপির উচ্চবাচ্য নেই। বিধানসভা ভোটের নিরিখে ফলাফল তাদের অনুকূলে গেলে চমক লাগবেই। ভোটের চোরাস্রোত সব পক্ষের জন্য চিন্তার।