Mukesh Ambani: এবার ৪০০ কোটি চেয়ে আম্বানিকে খুনের হুমকি, কে সে? পুলিশ পায়নি খোঁজ

২০০ কোটি থেকে এবার ৪০০ কোটি। তিন দিনের মধ্যে ফের প্রাণনাশের হুমকি পেলেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি। এবার ৪০০ কোটি টাকা না দিলে মেরে…

mukesh ambani nita ambani

২০০ কোটি থেকে এবার ৪০০ কোটি। তিন দিনের মধ্যে ফের প্রাণনাশের হুমকি পেলেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি। এবার ৪০০ কোটি টাকা না দিলে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে মুকেশ আম্বানিকে। এই নিয়ে গত কয়েকদিনে পরপর ৩টি প্রাণনাশের হুমকি মেল পেলেন মুকেশ আম্বানি।

মুম্বই পুলিশ অন্ধকারে। কে সেই ব্যক্তি যে বারবার ই মেল করে মুকেশ আম্বানিকে খুনের হুমকি দিচ্ছে অথচ তার নাগাল মিলছে না। মুম্বই পুলিশের সাইবার ক্রাইম বিভাগ আদা জল খেয়ে ওই ই মেল প্রেরকের খোঁজ করছে। এদিকে কড়া নিরাপত্তার বলয়ে থাকা আম্বানি পরিবারে বাড়ছে উদ্বেগ। হুমকিদাতা নিজেকে অদৃশ্য রেখে বারবার মুকেশ আম্বানির জীবনের বিনিময়ে বিপুল অর্থ দাবি করে চলেছে। সর্বশেষ মুম্বই পুলিশের দাবি এই ই মেলগুলি এসেছে বেলজিয়াম থেকে।

বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ী হলেন মুকেশ আম্বানি। গত ২৭ অক্টোবর, শুক্রবার প্রথম ই-মেল মারফৎ প্রাণনাশের হুমকি দেওয়া হয় রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যানকে। সেই ই-মেলে ২০ কোটি টাকা দেওয়ার দাবি জানানো হয়। টাকা না দিলে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে বলে শিল্পপতিকে হুমকি দেওয়া হয়। সেই হুমকির একদিন পর ২০০ কোটি টাকা চেয়ে প্রাণনাশের হুমকি মেল দেওয়া হয়। তারপর ফের প্রাণনাশের হুমকি মেল পেলেন মুকেশ আম্বানি।

ইতিমধ্যে, মুকেশ আম্বানিকে দেওয়া প্রাণনাশের হুমকি-মেলের তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। যে ই-মেল আইডি থেকে হুমকি মেলগুলি পাঠানো হচ্ছে, সেটিও পাওয়া গেছে। পুলিশ জানায়, মুকেশ আম্বানিকে পাঠানো ৩টি হুমকি মেল একটি আইডি থেকেই পাঠানো হয়েছে। শাদাব খান নামে এক ব্যক্তির মেল আইডি থেকে মেলগুলি পাঠানো হয়েছে। বেলজিয়াম থেকে মেলগুলি পাঠানো হয়েছে বলেও জানা গেছে।