BSNL-এর নতুন ১১ মাসের ভ্যালিডিটি প্ল্যান, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১.৫ জিবি ডেটা

দেশের সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) বেসরকারি প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতে একাধিক আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান বাজারে এনেছে। এবার কোম্পানি এমন একটি…

BSNL

দেশের সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) বেসরকারি প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতে একাধিক আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান বাজারে এনেছে। এবার কোম্পানি এমন একটি রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে, যেখানে প্রায় ১১ মাস অর্থাৎ ৩৩০ দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। এই প্ল্যানে কেবলমাত্র হাই-স্পিড ডেটাই নয়, সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং সুবিধা এবং আরও নানা অফার।

BSNL: ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএল সম্প্রতি তাদের অফিশিয়াল X (টুইটার) হ্যান্ডেলে নতুন এই প্ল্যানের ঘোষণা করেছে। মাত্র ₹১৯৯৯ টাকার রিচার্জে ব্যবহারকারীরা পাচ্ছেন এক বছরের ভ্যালিডিটি সহ মোট ৪৯৫ জিবি ডেটা। এর পাশাপাশি রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, ফলে যে কোনো সময় দেশের যেকোনো নম্বরে ফোন করা যাবে বিনা খরচে।

   

এই প্ল্যানের আরও একটি উল্লেখযোগ্য দিক হলো প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা। ফলে ডেটা ও কলিংয়ের পাশাপাশি গ্রাহকরা বিনামূল্যে মেসেজ পরিষেবাও ব্যবহার করতে পারবেন। সহজ কথায়, একবার এই প্ল্যান রিচার্জ করলেই পুরো এক বছরের জন্য ঘনঘন রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি মিলবে।

বিশেষ ছাড়ের সুযোগ

কোম্পানির ঘোষণা অনুযায়ী, যদি ১৫ অক্টোবরের আগে এই রিচার্জ প্ল্যানটি কেনা হয়, তাহলে গ্রাহকরা বিএসএনএল ওয়েবসাইট বা সেলফকেয়ার অ্যাপের মাধ্যমে অতিরিক্ত ২ শতাংশ ছাড় পাবেন। এর ফলে গ্রাহকদের জন্য কার্যত প্ল্যানের দাম আরও কমে যাবে। এই অফার বিএসএনএল ব্যবহারকারীদের জন্য একপ্রকার দ্বিগুণ সুবিধা তৈরি করছে।

Advertisements

Jio-Airtel-এর তুলনায় সাশ্রয়ী

বেসরকারি সংস্থা জিও এবং এয়ারটেল-এর বার্ষিক প্ল্যানগুলির তুলনায় বিএসএনএল-এর এই প্ল্যান অনেক বেশি সস্তা। জিও-র বার্ষিক রিচার্জ প্ল্যান শুরু হয় ₹৩৫৯৯ টাকা থেকে, যেখানে প্রতিদিন মাত্র ২.৫ জিবি ডেটা দেওয়া হয়। অন্যদিকে, জিওর আরেকটি বার্ষিক প্ল্যানের দাম ₹৩৯৯৯ টাকা, যার সঙ্গেও ডেটার সীমা নির্ধারিত থাকে।

অন্যদিকে, এয়ারটেলের বার্ষিক রিচার্জ প্ল্যানের দামও ₹৩৫৯৯ টাকা, যেখানে প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হয়। এর তুলনায় বিএসএনএল তার গ্রাহকদের জন্য প্রায় ৬০০ জিবি ডেটা কোনও অতিরিক্ত সীমা ছাড়াই সরবরাহ করছে। শুধু তাই নয়, কম খরচে এত দীর্ঘ ভ্যালিডিটি ও একসঙ্গে কলিং-ডেটার সুবিধা বর্তমানে অন্য কোনো সংস্থা দিচ্ছে না।

সব মিলিয়ে, BSNL-এর এই ₹১৯৯৯ টাকার দীর্ঘমেয়াদি প্রিপেইড প্ল্যান বর্তমানে টেলিকম মার্কেটে একেবারেই বাজেট-বন্ধু একটি অপশন। প্রায় ১১ মাসের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, প্রতিদিন ডেটা ব্যবহার এবং বিনামূল্যে এসএমএস—সব মিলিয়ে এই প্ল্যান ভারতের সাধারণ গ্রাহকদের জন্য দারুণ লাভজনক হতে চলেছে। যারা বছরে একবার রিচার্জ করে নিশ্চিন্ত থাকতে চান, তাদের জন্য এই অফার নিঃসন্দেহে সেরা পছন্দ।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News