Buying a Phone Online: অনলাইনে ফোন কিনে ঠকছেন না তো!

The Advantages of Buying a Phone Online - Shop with Confidence
বর্তমানে বিশ্বের সর্বত্র ব্যবহৃত স্মার্টফোন কারন স্মার্ট ফোন ছাড়া বর্তমানে কোন কাজই সম্পন্ন করা যায় না। এক কথায় বলা চলে আধুনিক প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হলো স্মার্টফোন (Phone) একটা সময় ছিল যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করার জন্য একমাত্র ভরসা ছিল ল্যান্ডলাইন কিংবা চিঠি আদান প্রদান। তবে বর্তমানে পরিস্থিতি একেবারেই আলাদা যোগাযোগ মাধ্যমকে অনেকটা সহজ করে দিয়েছে স্মার্টফোন। তাই অধুনা পরিস্থিতিতে সকলেই স্মার্টফোন ব্যবহার করেন।

অন্যদিকে বিংশ শতাব্দীর আরো একটি আবিষ্কার হলো অনলাইন শপিং মাধ্যমগুলি। যার মাধ্যমে খুব সহজেই অল্প দামে বিভিন্ন নামিদামি সংস্থার স্মার্টফোন কেনা যায় আর তার ওপর মাঝে মধ্যেই থাকে বিভিন্ন কোম্পানির ছাড়। অনেক সময় আমরা দেখি বিভিন্ন সাইটে স্মার্টফোনের উপর বিশেষ ছাড় দেওয়া হয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় নতুন ফোনের বদলে হাতে সেজে পুরনো ফোন কিংবা নকল ফোন আর তখন ওয়েবসাইটের নামে অভিযোগ জানানো ছাড়া আর কোন কিছু করার থাকে না।

তবে এমন কিছু পদ্ধতি রয়েছে যা মেনে চললে আপনি সহজেই আপনার ফোনটি নতুন কিনা তা ধরে নিতে পারেন। প্রথমেই যেতে হবে স্মার্ট ফোনটির সেটিংস এ তারপরে এবাউট অপশনটি খুলে নিতে হবে এবং দেখতে হবে আপনার ফোনটি কত দিনের পুরনো যদি রিসেন্ট আপডেট ফোন হয় তাহলে কোন অসুবিধাই নেই। অন্যদিকে মাঝেমধ্যেই বিভিন্ন নামিদামি সংস্থা, তাদের নিজস্ব ওয়েবসাইটে ফোনের উপর বিশেষ ছাড় দেয় তাই সেই সমস্ত ওয়েবসাইটে গিয়েই ফোন কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন