নতুন ফিচার নিয়ে হাজির WhatsApp, জানুন বিস্তারিত

WhatsApp Introduces Exciting New Features

বর্তমান সমাজে প্রযুক্তির আগের থেকে অনেকটাই উন্নত, যার জলজ্যান্ত উদাহরণ হল স্মার্টফোন। এই স্মার্টফোনে দৌলতে মুহূর্তের মধ্যে আমরা সারা দুনিয়ার খবর সম্পর্কে ওয়াকিবহাল হতে পারি। আর একই সাথে নিজের বন্ধু আত্মীয় পরিজনদের সাথে যোগাযোগ করতে পারি, আর যার কারণে এই সুবিধা আরো উন্নত হয়েছে সেটি হলো WhatsApp।

বর্তমানে এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে মুহূর্তের মধ্যে আমরা আমাদের যে কোন দরকারে পৃথিবীর যেকোনো প্রান্তে অবস্থিত মানুষের সাথে যোগাযোগ করতে পারি, শুধু যোগাযোগ নয় সাথে ভিডিও কলিং এর মতো সুবিধা দেয় এই মেসেজিং অ্যাপ।

   

তাই বর্তমানে অন্যান্য মেসেজিং অ্যাপ গুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় হল WhatsApp। বর্তমানে এই সংস্থা পুরোপুরিভাবে মেটার মালিকানাধীন। যারা প্রথম থেকে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের ফিচার নিয়ে হাজির হয়েছে। প্রায় প্রতিনিয়ত তারা বিভিন্ন নতুন ফিচার নিয়ে কাজ করে চলেছে আর এবার আরো একটি নতুন বৈশিষ্ট্য তারা WhatsApp এ যুক্ত করতে চলেছে।

সম্প্রতি সংস্থা পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে ফরওয়াড করার সময় যেকোনো ফাইলে নিজের মতো করে ক্যাপশন দেওয়া যাবে, যা এতদিন পর্যন্ত কোনোভাবেই সম্ভব ছিল না।তারা আরো জানিয়েছে এই প্রযুক্তি আপাতত হোয়াটসঅ্যাপের বেটা ভেরিয়েন্টের পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে এবং সেখানে এই প্রযুক্তি সাধারণ মানুষের নজর কেড়েছে। তাই আগামী দিনে সাধারণ whatsapp এ এই প্রযুক্তি তারা নিয়ে আসতে চলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন