প্রকাশ্যে Vivo X90 এবং X90 Pro, জানুন বিস্তারিত

বর্তমানে যোগাযোগ ব্যবস্থা আগে থেকে অনেক উন্নত হয়েছে যার মনে রয়েছে স্মার্টফোন। একটা সময় মানুষের যোগাযোগ মাধ্যম হিসেবে ছিল চিঠি কিংবা ল্যান্ডলাইন, যদিও সেই ল্যান্ডলাইন কানেকশন সবার বাড়িতে থাকত না তাই রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফোন করতে হতো প্রয়োজনে।

Vivo X90 and X90 Pro Unveiled: Specs, Features, and Details

বর্তমানে যোগাযোগ ব্যবস্থা আগে থেকে অনেক উন্নত হয়েছে যার মনে রয়েছে স্মার্টফোন। একটা সময় মানুষের যোগাযোগ মাধ্যম হিসেবে ছিল চিঠি কিংবা ল্যান্ডলাইন, যদিও সেই ল্যান্ডলাইন কানেকশন সবার বাড়িতে থাকত না তাই রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফোন করতে হতো প্রয়োজনে।

তবে বর্তমানে স্মার্টফোনের যুগের সেই সমস্ত সমস্যা দূর হয়ে গিয়েছে ফলে মুহূর্তের মধ্যে একে অপরের সাথে যোগাযোগ করা যায় তাছাড়া বিংশ শতাব্দীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আবিষ্কার হিসেবে স্মার্টফোনের নাম নির্দ্বিধায় সবার প্রথমে বলা যায়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বর্তমানে ভারতের মতে দেশে বিভিন্ন নামিদামি সংস্থা তাদের স্মার্টফোন লঞ্চ করে চলেছে দিনের পর দিন আর তাদের মধ্যে অন্যতম হলো Vivo। এই চীনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা বেশ কয়েক বছর ধরে ভারতের বাজারে রাজত্ব করছে। মাঝে মধ্যে তাঁরা নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়। সম্প্রতি আবারও তারা আরও দুটি স্মার্টফোন নিয়ে হাজির হলো ভারতীয় ক্রেতাদের কাছে।

গতকাল ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে Vivo X90 এবং Vivo X90 Pro। যার মধ্যে প্রথম ভ্যারিয়েন্ট অর্থাৎ Vivo X90 এর মধ্যে থাকছে 50 মেগাপিক্সেল ট্রুকলার ক্যামেরা এবং সাথে 8 Gb Ram এবং 256 gb মেমোরি। ৬.৭৮ ইঞ্চির ফুল অ্যামুলেড এইচডি ডিসপ্লে। যার বাজার দর রাখা হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। অন্যদিকে দ্বিতীয় ভ্যারিয়েন্ট অর্থাৎ Vivo X90 Pro এর মধ্যে থাকছে লার্জ সেন্সর ক্যামেরা। যা কয়েক সেকেন্ডের মধ্যে বিভিন্ন মুহূর্তে ক্যামেরাবন্দি করতে সক্ষম। এই মডেলটির দাম রাখা হয়েছে ৯০ হাজার টাকার কাছাকাছি।