UPI ব্যবহারকারীদের জন্য সুখবর, প্রতারণা রুখতে এবার নতুন নিরাপত্তা বলয়

ইউপিআই (UPI) ব্যবহার করে অনলাইন কেনাকাটা বা টাকা ট্রান্সফার করা এখন আরও নিরাপদ হতে চলেছে। ভারতের দূরসংযোগ বিভাগ (DoT) একটি নতুন ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা চালু…

UPI

ইউপিআই (UPI) ব্যবহার করে অনলাইন কেনাকাটা বা টাকা ট্রান্সফার করা এখন আরও নিরাপদ হতে চলেছে। ভারতের দূরসংযোগ বিভাগ (DoT) একটি নতুন ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা চালু করেছে, যার নাম Financial Fraud Risk Indicator (FRI)। এটি একটি বুদ্ধিমত্তা-ভিত্তিক টুল, যা Digital Intelligence Platform (DIP)-এর অংশ হিসেবে কাজ করবে। এই ব্যবস্থা ডিজিটাল পেমেন্ট এবং ইউপিআই স্ক্যামের মতো প্রতারণামূলক কার্যকলাপ থেকে গ্রাহকদের আগেভাগে সতর্ক করবে।

UPI সন্দেহভাজন মোবাইল নম্বর পেলে সতর্ক করবে

এই নতুন টুল মূলত ব্যাঙ্ক, ইউপিআই পরিষেবা প্রদানকারী এবং অন্যান্য আর্থিক সংস্থাগুলির সঙ্গে ইন্টেলিজেন্স শেয়ারিং সিস্টেমকে আরও উন্নত করবে। যখনই কোনো ট্রান্স্যাকশনের সময় সন্দেহভাজন বা প্রতারক মোবাইল নম্বর যুক্ত থাকবে, তখনই FRI সিস্টেম সেই নম্বরটি ভ্যালিডেশন চেক করে ব্যবহারকারী এবং স্টেকহোল্ডারদের সাবধান করে দেবে। এটি বিভিন্ন তথ্যসূত্রের উপর ভিত্তি করে মাল্টি-লেয়ারড বিশ্লেষণ করে সতর্কবার্তা তৈরি করে।

   

বাজারে এল সস্তায় পুষ্টিকর ইয়ারবাডস! একবার চার্জে চলবে ৫০ ঘণ্টা

FRI মোবাইল নম্বরগুলিকে মিডিয়াম, হাই এবং ভেরি হাই এই তিনটি ঝুঁকি শ্রেণিতে ভাগ করে। একটি নম্বর কোন ক্যাটাগরিতে পড়বে, তা নির্ধারণ করা হয় National Cybercrime Reporting Portal (NCRP)-এ রিপোর্ট হওয়া কেস, DoT-এর Chakshu প্ল্যাটফর্ম এবং ব্যাঙ্ক ও NBFC-এর পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী। এই শ্রেণিবিন্যাস ব্যাঙ্ক ও ইউপিআই সার্ভিস প্রোভাইডারদের সম্ভাব্য প্রতারণামূলক লেনদেন থেকে গ্রাহককে রক্ষা করতে সাহায্য করে।

কীভাবে কাজ করে এই সিস্টেম

DoT-এর Digital Intelligence Unit (DIU) নিয়মিতভাবে একটি রিভোকেশন লিস্ট প্রকাশ করে, যেখানে সেই সমস্ত মোবাইল নম্বর থাকে যেগুলি সাইবার অপরাধ, ভুয়ো রেজিস্ট্রেশন অথবা অত্যধিক ব্যবহারের কারণে বাতিল করা হয়েছে। এর মধ্যে অনেক নম্বর আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত। FRI সেই সব মোবাইল নম্বরকে আগেভাগে চিহ্নিত করে সতর্কবার্তা দেয়। কোনও নম্বরকে যখন কোনও স্টেকহোল্ডার সন্দেহভাজন হিসেবে ফ্ল্যাগ করে, তখন DIP সিস্টেম তার বিশ্লেষণ করে সেই নম্বরের ঝুঁকি মাত্রা নির্ধারণ করে এবং সেই তথ্য তাৎক্ষণিকভাবে সকল স্টেকহোল্ডারের সঙ্গে শেয়ার করে।

Advertisements

PhonePe হল প্রথম ব্যবহারকারী সংস্থা

প্রসঙ্গত, ডিজিটাল পেমেন্ট অ্যাপ PhonePe হল প্রথম সংস্থা যারা এই FRI সিস্টেম ব্যবহার শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা ‘ভেরি হাই’ রিস্ক ক্যাটাগরির নম্বরের মাধ্যমে লেনদেন একেবারে ব্লক করে দেয়। এছাড়া ‘মিডিয়াম রিস্ক’ নম্বরের ক্ষেত্রে লেনদেনের আগে সতর্কবার্তা দেখানোর ব্যবস্থা চালু করছে PhonePe-এর PhonePe Protect ফিচারের মাধ্যমে।

যাই হোক, দেশে ইউপিআই (UPI) এবং ডিজিটাল লেনদেন যেভাবে বেড়ে চলেছে, তাতে প্রতারণার আশঙ্কাও সমানভাবে বাড়ছে। এই প্রেক্ষাপটে Financial Fraud Risk Indicator একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি ব্যবহারকারীদের মধ্যে আস্থা বাড়াবে এবং ডিজিটাল লেনদেনকে করে তুলবে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য।