Connecting to 5G: 5g ব্যবহার করতে পারছেন না! জেনে নিন সহজ উপায়

Connecting to 5G: আধুনিক প্রযুক্তির সবথেকে উৎকৃষ্ট উপহার হল স্মার্টফোন যার দৌলতে বিশ্বের বিভিন্ন প্রান্তের খুঁটিনাটি ঘটনা মুহূর্তের মধ্যে আমাদের সামনে ধরা দেয়।

Can't Use 5G? Find Out the Easy Way to Resolve Connection Issues

Connecting to 5G: আধুনিক প্রযুক্তির সবথেকে উৎকৃষ্ট উপহার হল স্মার্টফোন যার দৌলতে বিশ্বের বিভিন্ন প্রান্তের খুঁটিনাটি ঘটনা মুহূর্তের মধ্যে আমাদের সামনে ধরা দেয়। অন্যদিকে সময় যত এগোচ্ছে প্রযুক্তি ততই উন্নত হচ্ছে। আর প্রযুক্তির কথা বলতে গেলে ইন্টারনেট পরিষেবার কথা না বললেই নয়।

কারণ ইন্টারনেট ব্যবহার করেই আমরা প্রযুক্তিকে কাজে লাগাতে পারি। তাই আধুনিক সমাজে জীবনের প্রতিটা মুহূর্ত ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ কারণ তার ফলে অনলাইনে পড়াশোনা থেকে শুরু করে ট্রেন কিংবা বিমানের টিকিট বুকিং তাছাড়া বিভিন্ন ব্যবহার করা যায়। বর্তমানে ভারতের মতো দেশে বেশ কিছুর শহরে চালু হয়ে গিয়েছে, ফাইভ-জি পরিষেবা অর্থাৎ ইন্টারনেট স্পিড আগের থেকে অনেকটাই বেশি।

   

কিন্তু ফাইভ-জি পরিচয় চালু হলো অনেকেই সমস্যার মুখে পড়ছেন। তার কারণ ঠিক মত পাবে ফাইভ-জি পরিষেবা তারা ব্যবহার করতে পারছেন না কোনোভাবেই। তবে সামান্য কিছু সেটিংস অন অফ করলে আপনিও পেতে পারেন ফাইভ-জি পরিষেবা। সবার প্রথমে আপনার স্মার্টফোনটি হতে হবে ফাইভ-জি নেটওয়ার্ক যুক্ত তা না হলে কোনভাবেই আপনি ফাইভ-জি পরিষেবা ব্যবহার করতে পারবেন না।

যদি আপনার ফোনে ইন্টারনেটের গতি খুবই কম হয় তাহলে প্রথমেই যেতে হবে সেটিংস অপশনে সেখানে গিয়ে নেটওয়ার্ক সেটিংস খুলে আপনার স্মার্টফোনের পরিষেবা থেকে ফাইভ জি এনাবেল করতে হবে। অন্যদিকে আপনার বাড়ি কোন এলাকায় কিংবা আপনি কোন জায়গায় ফাইভ-জি ইন্টারনেট ব্যবহার করতে চান সেই এলাকার উপর নির্ভর করে আপনার ইন্টারনেটের গতি। প্রয়োজনে এলাকা পরিবর্তন হলে স্মার্টফোনটিকে একবার সুইচ অফ করে পুনরায় অন করুন। দেখবেন ইন্টারনেটের গতি আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে তাছাড়া ফোনের ফ্লাইট মোড অপশনটি কেউ অফ ফোন করতে পারেন ইন্টারনেটের বাড়ানোর জন্য।