ওয়াশিং মেশিন কিনবেন ভাবছেন! কিন্তু সাইড লোডিং নেবেন নাকি টপ লোডিং বুঝতে পারছেন না!

Washing Machine indian women

বর্তমানে প্রযুক্তি আগের থেকে অনেক উন্নত আর যত দিন যাচ্ছে প্রযুক্তি আরো উন্নত হতে শুরু করেছে। উল্লেখ্য, ২০০০ সালের পর থেকে প্রযুক্তি রকেটের গতিতে এগোতে শুরু করেছে। যার জলজ্যান্ত উদাহরণ হল স্মার্টফোন এবং ইন্টারনেট প্রযুক্তি।

তবে প্রযুক্তির উন্নত হওয়ার সাথে সাথে বিদ্যুতের অপচয় যেমন বেড়েছে ঠিক তেমনভাবে সাধারণ মানুষের সময় সাশ্রয় হয়েছে আগের থেকে অনেকটাই। বর্তমানে বাসন ধোয়ার মেশিন থেকে শুরু করে ঘর মোছা এমনকি কাপড় কাচা মেশিনও কিনতে পাওয়া যায়। যাকে আমরা ওয়াশিং মেশিন বলে থাকি।

   

সাধারণত মধ্যবিত্ত বাড়িতে ওয়াশিং মেশিন খুব একটা থাকে না তবে অনেকেরই ইচ্ছা থাকে একটা ওয়াশিং মেশিন কেনার। কিন্তু ওয়াশিং মেশিন কিভাবে কিনবেন সেটা অনেকেই বুঝে উঠতে পারেন না কারণ বাজারে ছড়িয়ে রয়েছে হরেক রকমের ওয়াশিং মেশিন। তবে তার মধ্যে অন্যতম হলো দুই ধরনের ওয়াশিং মেশিন, প্রথমটি হল ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এবং দ্বিতীয়টি হলো টপ লোডিং ওয়াশিং মেশিন।

অর্থাৎ প্রথমটিতে আপনি জামা কাপড় সামনে থেকে দিতে পারবেন এবং দ্বিতীয়টি অর্থাৎ টপ লোডিং এ আপনাকে জামাকাপড় দিতে হবে উপর থেকে তাছাড়া ওয়াশিং মেশিনের মধ্যে রয়েছে সেমি অটোমেটিক এবং ফুল অটোমেটিক সিস্টেম। অনেকেই জানেন না সেমি অটোমেটিক এবং ফুল অটোমেটিক এর মধ্যে পার্থক্য।

সেমি অটোমেটিকে সাধারণত শুধুমাত্র কাপড় কাচা সম্ভব কিন্তু ফুল অটোমেটিকে কাপড় কাচা এবং শুকানো সমস্ত কিছুই করা যায় মুহূর্তের মধ্যে। অন্যদিকে দামের দিক থেকে বলতে গেলে ফ্রন্ট লোডিং ফুল অটোমেটিক ওয়াশিং মেশিনের দাম টপ লোডিং সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনের দামের থেকে অনেকটাই বেশি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন