লোহিত সাগরে হুথি আতঙ্ক, গাড়ি উৎপাদন বন্ধ রাখল টেসলা

ফিলিস্তিনি জনগণের উপর ইজরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে লোহিত সাগরের বিশ্বের নানা দেশের সব ধরণের বাণিজ্যিক জাহাজ আটকে দিচ্ছে ইয়েমেনের ক্ষমতাসীন হুথি গোষ্ঠী। এতে লোহিত সাগর…

Tesla

ফিলিস্তিনি জনগণের উপর ইজরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে লোহিত সাগরের বিশ্বের নানা দেশের সব ধরণের বাণিজ্যিক জাহাজ আটকে দিচ্ছে ইয়েমেনের ক্ষমতাসীন হুথি গোষ্ঠী। এতে লোহিত সাগর দিয়ে ব্যহত হচ্ছে পণ্য সরবরা। হুমকির মুখে পড়েছে আন্তর্জাতিক বাণিজ্য। এই পরিস্থিতিতে জার্মানির বার্লিনের কাছে টেসলার গাড়ি তৈরির কারখানাটিতে আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি।

গুরুত্বপূর্ণ এই রুটে পণ্যবাহী জাহাজ চলাচলে একরকম অচলাবস্থা বিরাজ করছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে আগামী ২৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত কোনও ধরণের গাড়ি উৎপাদন না করার ঘোষণা করেছে বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।

এক বিবৃতিতে বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা জানিয়েছে গাড়ি তৈরির প্রয়োজনীয় যন্ত্রাংশ কম থাকায় আমরা জার্মানির কারখানায় গাড়ি উৎপাদনের কাজ আগামী ২৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। লোহিত সাগরে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তাদের এই সংকট বলেও জানানো হয়।

এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ঠেকারে আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে প্রয়োজনে জার্মানিও পিছপা হবে না বলে জানিয়েছে চ্যান্সেলর ওলাফ সলস।