কতদিন ব্যবহারের পরে smartphone বদলানো উচিত, জেনে নিন এই প্রতিবেদনে

সাধারণত আমরা বাজার থেকে যে সমস্ত জিনিস কিনে নিয়ে আসি, তার মধ্যে বেশিরভাগ জিনিসেরই গায়ে লেখা থাকে ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট। অর্থাৎ জিনিসটি কবে তৈরি…

Smartphones

সাধারণত আমরা বাজার থেকে যে সমস্ত জিনিস কিনে নিয়ে আসি, তার মধ্যে বেশিরভাগ জিনিসেরই গায়ে লেখা থাকে ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট। অর্থাৎ জিনিসটি কবে তৈরি হয়েছে এবং কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে এর একটা বিবরণ দেওয়া থাকে। বিশেষ করে খাদ্য সামগ্রী এবং জীবন দায়ী ওষুধের গায়ে লেখা থাকে এই তারিখ।

কারণ তারপরে যদি আমরা সেই সমস্ত খাবার কিংবা ওষুধ সেবন করি তাহলে উপকারের তুলনায় উপকার বেশি হতে পারে এমনকি অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তবে আপনি কি জানেন! আমাদের স্মার্টফোনের ও একটা নির্দিষ্ট এক্সপেয়ারি ডেট থাকে। বর্তমান জীবন স্মার্টফোন ছাড়া একেবারেই অচল তাই নির্মাণকারী সংস্থাগুলি স্মার্টফোনের বিভিন্ন পার্টসের একটি কার্যক্ষমতা সময় নির্ধারণ করে দেয়।

মূলত সেই অর্থে স্মার্টফোনের কোন মেয়াদ দেওয়া থাকে না। কিন্তু স্মার্টফোনের ব্যাটারি কিংবা অন্যান্য সামগ্রী একটি মেয়াদ থাকে। স্মার্টফোনের ব্যাটারি মূলত বিভিন্ন ধরনের রাসায়নিক দিয়ে তৈরি হয়, যার ফলে একটা নির্দিষ্ট সময়ের পর সেই ব্যাটারি তার কার্যক্ষমতা আস্তে আস্তে হারাতে শুরু করে। যদি সেই সময় স্মার্টফোনের ব্যাটারি বদলে নেওয়া হয়, তাহলে সহজে আপনার স্মার্টফোনটি আরো বেশ কিছুদিন চলতে পারে।

তবে একটা নির্দিষ্ট সময়ের পরে স্মার্টফোন নির্মাণকারী সংস্থা তাদের পুরনো স্মার্টফোনের সমস্ত ধরনের সফটওয়্যার আপডেট বন্ধ করে দেয়। এমনকি বিভিন্ন পার্টস তৈরি করাও বন্ধ করে দেয়। যার ফলে স্মার্টফোন খারাপ হয়ে গেলে তাকে বদলানো ছাড়া আর কোন উপায় থাকে না।