Airtel Customers: গ্রাহকদের জন্য সুখবর, আপনিও পেতে পারেন আনলিমিটেড 5g ডেটা

Exciting News for Airtel Customers: বর্তমানে আমাদের দেশে টেলিকম সংস্থাগুলোর মধ্যে অন্যতম এয়ারটেল। প্রায় দীর্ঘ কয়েক দশক ধরে দেশের সাধারণ মানুষকে একই ভাবে পরিষেবা দিয়ে আসছে এই সংস্থা।

Unlimited 5G Data for Airtel Customers: Get Ready for Blazing Fast Connectivity

Exciting News for Airtel Customers: বর্তমানে আমাদের দেশে টেলিকম সংস্থাগুলোর মধ্যে অন্যতম এয়ারটেল। প্রায় দীর্ঘ কয়েক দশক ধরে দেশের সাধারণ মানুষকে একই ভাবে পরিষেবা দিয়ে আসছে এই সংস্থা। অন্যদিকে রয়েছে মুকেশ আম্বানির সংস্থার রিলায়েন্স জিও এবং আরো একটি বেসরকারি সংস্থা ভোডাফোন আইডিয়া।

যদিও একটা সময় ভোডাফোন এবং আইডিয়া পৃথক টেলিকম সংস্থা হলেও বর্তমানে তারা একে অপরের সাথে জোট বেধেছে। আর বর্তমানে ভারতের টেলিকম সংস্থাগুলির মধ্যে শীর্ষে রয়েছে রিলায়েন্স জিও এবং এয়ারটেল যারা প্রায় প্রতিনিয়ত গ্রাহকদের আরো উন্নত পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি গত বছরের শেষে এয়ারটেল দেশে প্রথম 5g নেটওয়ার্ক পরিষেবা লঞ্চ করেছে। ইতিমধ্যেই দেশের অধিকাংশ শহরেই 5g পরিষেবা চালু হয়ে গিয়েছে, যার মধ্যে রয়েছে আমাদের কলকাতা। আর এবার গ্রাহকদের জন্য বড়ো সুখবর নিয়ে এলো সংস্থা। সংসার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সমস্ত গ্রাহকরা ৫জি স্মার্টফোন ব্যবহার করেন তারা খুব সহজেই পেতে পারেন আনলিমিটেড ৫জি নেটওয়ার্কের সুবিধা।

তবে তার জন্য অবশ্যই 239 টাকা কিংবা তার বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হবে নিজের মোবাইলে। আনলিমিটেড ৫জি পরিষেবা ব্যবহার করার জন্য আপনার ফোনে ডাউনলোড করতে হবে Airtel thanks app, যেখানে ক্লেম অপশনে ক্লিক করলেই আপনিও পেয়ে যাবেন আনলিমিটেড ডেটা। অর্থাৎ সারা দিনে কত ডেটা খরচ হচ্ছে তার হিসেব করার আর দরকার পড়বে না।