হারিয়ে যাওয়া ফোন থেকে Gpay,Paytm রিমুভ করুন এক মিনিটে

অনলাইন পেমেন্ট করা যায় খুব সহজেই। আবার, জিপে,ফোনপে,পেটিএম ইত্যাদি অ্যাপের মাধ্যমে হ্যাকাররা হাতিয়ে নিতে পারে যাবতীয় তথ্য। ফলত, ডিজিটাল মাধ্যমে টাকা পয়সার লেনদেন করার ক্ষেত্রে…

short-samachar

অনলাইন পেমেন্ট করা যায় খুব সহজেই। আবার, জিপে,ফোনপে,পেটিএম ইত্যাদি অ্যাপের মাধ্যমে হ্যাকাররা হাতিয়ে নিতে পারে যাবতীয় তথ্য। ফলত, ডিজিটাল মাধ্যমে টাকা পয়সার লেনদেন করার ক্ষেত্রে অত্যন্ত সাবধান হওয়া দরকার। আপনার ফোন যদি ভুল হাতে যায়, তাহলে কিন্তু হতে পারে মহাবিপদ। যদিও অ্যাপগুলিতে একটা পাসকোড বা স্ক্রিন লক থাকে কিন্তু পাকা হ্যাকাররা চাইলে অতিক্রম করতে পারে এই বাধাও।

   

ফোন হারালে ওয়ালেটের অ্যাক্সেস আটকানোর কিছু উপায় রয়েছে। অ্যান্ড্রয়েড ফোন থেকে দূরে বসেই আপনার ডিজিটাল অ্যাকাউন্ট মুছে ফেলতে বা ব্লক করতে পারবেন।

হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোনের GPay অ্যাকাউন্ট কীভাবে রিমুভ করবেন?

কাস্টমার কেয়ারের সাহায্য নিতে পারেন।

১. ফোনে 18004190157 ডায়াল করুন।

২. তারপর ‘other issues’ অপশনটি বেছে নিন।

৩. এর পরে আপনি কথা বলতে পারবেন একজন কাস্টমার কেয়ার এজেন্ট/বিশেষজ্ঞের সঙ্গে । তিনিই আপনাকে গাইড করবেন Google অ্যাকাউন্ট ব্লক করার বিষয়ে। রেজিস্টার্ড Google অ্যাকাউন্টের মোবাইল নম্বর যাচাই করতে বলবেন।

হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোনের Paytm অ্যাকাউন্ট কীভাবে রিমুভ করবেন?

১. Paytm পেমেন্টস ব্যাঙ্কের হেল্পলাইন নম্বর ডায়াল করুন – 0120 4456456

২. তারপর ‘Lost Phone’ অপশনে যান।

৩. হারিয়ে যাওয়া মোবাইলের নম্বর লিখুন এবং এবং ‘Block Paytm account’ অপশন সিলেক্ট করুন।