রাজ্যের জেলা স্বাস্থ্য বিভাগে একাধিক কর্মী নিয়োগ

গ্রুপ ডি এবং ক্লার্ক সহ রাজ্যের জেলা স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে ২২ জানুয়ারি, ২০২২ এর মধ্যে। পোস্ট অনুযায়ী বিস্তারিত…

গ্রুপ ডি এবং ক্লার্ক সহ রাজ্যের জেলা স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে ২২ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

H&FW এবং NHM ডিপার্টমেন্টের অন্তর্গত পোস্টগুলি হল –

১) ল্যাবরেটরি টেকনিশিয়ান
প্রোগ্রাম – NUHM
শূন্যপদ – ১৬টি (UR-8, SC-4, ST-1, OBC-A – 2, OBC-B -1)
যোগ্যতা – ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি/ম্যাথেমেটিক্স বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি/AICTE দ্বারা স্বীকৃতি প্রাপ্ত মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা ও কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে।
বয়স – বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন – ২২,০০০/- টাকা

২) FTMO
প্রোগ্রাম – NUHM
শূন্যপদ – ২১টি (UR)
যোগ্যতা – MCI দ্বারা স্বীকৃতি প্রাপ্ত কোন ইনস্টিটিউশন থেকে এমবিবিএস সহ এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল এর অধীনে রেজিস্টার্ড হতে হবে।
বয়স – বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৬২ বছরের মধ্যে।
মাসিক বেতন – ৬০,০০০/- টাকা

৩) স্টাফ নার্স
প্রোগ্রাম – NUHM
শূন্যপদ – ১৭৩টি (UR-94, SC-39, ST-10, OBC-A – 17, OBC-B -13)
যোগ্যতা – ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃতি প্রাপ্ত কোন ইনস্টিটিউশন থেকে GNM কোর্স করে থাকতে হবে এবং আঞ্চলিক ভাষাতে দক্ষতা থাকা বাধ্যতামূলক।
বয়স – বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে।
মাসিক বেতন – ২৫,০০০/- টাকা

৪) মেডিক্যাল অফিসার
প্রোগ্রাম – হিমোগ্লোবিন অপ্যাথিস কন্ট্রোল প্রোগ্রাম
শূন্যপদ – ১টি (UR-1)
যোগ্যতা – MCI দ্বারা স্বীকৃতি প্রাপ্ত কোন ইনস্টিটিউশন থেকে এমবিবিএস ডিগ্রী থাকতে হবে।
বয়স – বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৬৩ বছরের মধ্যে।
মাসিক বেতন – ৬০,০০০/- টাকা (চুক্তিভিত্তিক হিসেবে ৪০,০০০/- টাকা)

৫) ল্যাবরেটরি টেকনিশিয়ান (NCD)
প্রোগ্রাম – NHM
শূন্যপদ – ১টি (UR-1)
যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ এবং DMLT কোর্স করে থাকতে হবে।
বয়স – বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন – ২২,০০০/- টাকা

৬) কাউন্সিলর
প্রোগ্রাম – হিমোগ্লোবিন অপ্যাথিস কন্ট্রোল প্রোগ্রাম
শূন্যপদ – ১টি (SC-1)
যোগ্যতা – অ্যাপ্লাইড সাইকোলজি/ সোশ্যিওলজি তে এম.এ/এম.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স – বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন – ২০,০০০/- টাকা

৭) স্টাফ নার্স
প্রোগ্রাম – হিমোগ্লোবিন অপ্যাথিস কন্ট্রোল প্রোগ্রাম
শূন্যপদ – ২টি (UR-1, SC-1)
যোগ্যতা – ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃতি প্রাপ্ত কোন ইনস্টিটিউশন থেকে GNM কোর্স করে থাকতে হবে।
বয়স – বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন – ২৫,০০০/- টাকা

৮) LDC
প্রোগ্রাম – AYUSH
শূন্যপদ – ১টি (UR-1)
যোগ্যতা – রিটায়ার্ড স্টেট গভর্মেন্ট এমপ্লয়ী (TOR অনুযায়ী)
বয়স – বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৬২ বছরের মধ্যে।
মাসিক বেতন – AYUSH এর গাইড লাইন অনুযায়ী

৯) গ্রুপ – ডি
প্রোগ্রাম – AYUSH
শূন্যপদ – ১টি (UR-1)
যোগ্যতা – রিটায়ার্ড স্টেট গভর্মেন্ট এমপ্লয়ী (TOR অনুযায়ী)
বয়স – বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৬২ বছরের মধ্যে।
মাসিক বেতন – AYUSH এর গাইড লাইন অনুযায়ী

WBSAP&CS ডিপার্টমেন্টের অন্তর্গত পোস্টগুলি হল –
১০) মেডিক্যাল অফিসার
প্রোগ্রাম – WBSAP&CS (ARTC)
শূন্যপদ – ২টি (SC – 1,)
যোগ্যতা – NACO ডেজিগনেটেড যে কোন একটি ট্রেনিং সেন্টার থেকে NACO দ্বারা এমবিবিএস ট্রেন্ড হওয়া বাঞ্ছনীয়।
বয়স – বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন – ৫০,০০০/- টাকা

১১) কাউন্সিলর
প্রোগ্রাম – WBSAP&CS (ARTC)
শূন্যপদ – ১টি (UR – 1)
যোগ্যতা – সোশ্যাল ওয়ার্কে মাস্টার ডিগ্রী অথবা সোশ্যিওলজিতে ডিগ্রী বা কোয়ালিফায়েড গ্র্যাজুয়েট নার্স হতে হবে। তবে গ্র্যাজুয়েট নার্স হলেও NACO ডেজিগনেটেড ট্রেনিং সেন্টার থেকে ১২ দিনের কাউন্সিলর ট্রেনিং নিয়ে থাকতে হবে।
বয়স – বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন – ১৩,০০০/- টাকা

১২) ল্যাবরেটরি টেকনিশিয়ান
প্রোগ্রাম – WBSAP&CS (ARTC)
শূন্যপদ – ৫টি (UR – 2, SC – 2, OBC B – 1)
যোগ্যতা – মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বি.এসসি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের ডিগ্রী থাকতে হবে অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
বয়স – বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
মাসিক বেতন – ১৩,০০০/- টাকা

NTEP এর অন্তর্গত পোস্টগুলি হল -1
১৩) সিনিয়র মেডিক্যাল অফিসার DR – TB সেন্টার
প্রোগ্রাম – NTEP
শূন্যপদ – ১টি (UR)
যোগ্যতা – মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া/এনএমসি থেকে স্বীকৃতি প্রাপ্ত কোন ইনস্টিটিউশন থেকে এমবিবিএস বা সমতুল্য ডিগ্রী থাকতে হবে এবং রোটারি ইন্টার্নশিপ এর অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়স – বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।
মাসিক বেতন – ৬০,০০০/- টাকা

১৪) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার (STS)
প্রোগ্রাম – NTEP
শূন্যপদ – ২টি (ST – 1, OBC B -1)
যোগ্যতা – ব্যাচেলর ডিগ্রী অথবা স্বীকৃত প্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর কোর্স এবং কম্পিউটার অপারেশনে কমপক্ষে দুই মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং দুই চাকা বিশিষ্ট গাড়ি চালানোর দক্ষতা এবং লাইসেন্স থাকতে হবে।
বয়স – বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন – ২৫,০০০/- টাকা

১৫) সিনিয়র ট্রিটমেন্ট ল্যাবরেটরি সুপারভাইজার (STLS)
প্রোগ্রাম – NTEP
শূন্যপদ – ২টি (ST – 1, SC -1)
যোগ্যতা – গ্র্যাজুয়েট ও মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা এবং কম্পিউটার অপারেশনে কমপক্ষে দুই মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং দুই চাকা বিশিষ্ট গাড়ি চালানোর দক্ষতা এবং লাইসেন্স থাকতে হবে।
বয়স – বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন – ২৫,০০০/- টাকা

১৬) RNTCP ল্যাবরেটরি টেকনিশিয়ান/স্পুটুম মাইক্রোস্কোপিস্ট
প্রোগ্রাম – NTEP
শূন্যপদ – ২টি (ST – 2)
যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে।
বয়স – বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন – ২২,০০০/- টাকা

১৭) টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর (TBHV)
প্রোগ্রাম – NTEP
শূন্যপদ – ১টি (ST – 1)
যোগ্যতা – গ্র্যাজুয়েট অথবা উচ্চমাধ্যমিক পাশ এবং MPW/LHV/ANM/হেলথ ওয়ার্কার/হেলথ এডুকেশনে সার্টিফিকেট বা হাইয়ার কোর্স/কাউন্সেলিং এ কাজের অভিজ্ঞতা অথবা স্বীকৃত প্রাপ্ত টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর এর কোর্স এবং কম্পিউটার অপারেশনে কমপক্ষে দুই মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
বয়স – বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন – ১৮,০০০/- টাকা

চুক্তিভিত্তিক অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে উত্তর২৪পরগনার স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.north24parganashealth.org এ ২২ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

আবেদন করার সময় অনলাইনে রেজিস্ট্রেশন করা আবশ্যিক এবং আবেদন পত্র পূরণ করার সময় প্রয়োজনীয় তথ্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে। পরবর্তী কালে ভেরিফিকেশনের সময়আবেদন পত্রের প্রিন্ট আউট বার করে তার সাথে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড করা কপি জমা করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in অথবা www.north24parganashealth.gov.in ।