Realme Pad 2 লঞ্চ হবে ভারতে। থাকছে ১১.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে

খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি প্যাড ২ (Realme Pad 2)। ২০২১ সালে লঞ্চ হয় রিয়েলমি প্যাড (Realme Pad)। রিয়েলমি সি৫৩ ফোনের সঙ্গে এই…

Realme Pad 2 লঞ্চ হবে ভারতে। থাকছে ১১.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে

খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি প্যাড ২ (Realme Pad 2)। ২০২১ সালে লঞ্চ হয় রিয়েলমি প্যাড (Realme Pad)। রিয়েলমি সি৫৩ ফোনের সঙ্গে এই নতুন ট্যাব ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে। এটি একটি নতুন ট্যাবের মডেল।

ভারতে কবে লঞ্চ হবে Realme Pad 2?

আগামী ১৯ জুলাই রিয়েলমি প্যাড ২ ট্যাব এবং রিয়েলমি সি৫৩ ফোনের লঞ্চের কথা রয়েছে ভারতে। Realme Pad 2 কেনা যাবে জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। দুটো রঙে রিয়েলমি প্যাড ২ লঞ্চ হতে পারে দেশে বলে জানা যাচ্ছে। ধূসর এবং সবুজ রঙের শেডে এই ট্যাব লঞ্চ হতে পারে।

Realme Pad 2 ডিভাইসে কী কী ফিচার থাকতে পারে?

Realme Pad 2 ডিভাইসে থাকছে একটি ১১.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়া একটি ৮৩৬০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে বলে খবর সূত্রে।

Advertisements

Realme Pad 2-র প্রি-বুকিং শুরু হবে ২৬ জুলাই থেকে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ (Dual Rear Camera Setup) থাকতে পারে এই ট্যাবে। গোলাকার ক্যামেরা মডিউলে সেনসর থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। রিয়েলমি প্যাড ২ ট্যাবে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকতে পারে। ৮ জিবি র্যাোম এবং ১২৮ জিবি স্টোরেজ ও থাকবে বলে শোনা যাচ্ছে। ইউএসবি টাইপ-সি দিয়ে চার্জ দেওয়া যাবে এই ট্যাবে। Realme UI 4.0 out-of-the-box – এর সাপোর্ট থাকবে বলে মনে করা হচ্ছে।

এর সঙ্গেই রিয়েলমির নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে।