বিংশ শতাব্দীর গোড়া থেকেই সাধারণ জীবন যাপন অনেকটাই বদলে গিয়েছে। তার কারণ হিসেবে অবশ্য আমরা ইন্টারনেট প্রযুক্তিকে দায়ী করতে পারি। ইন্টারনেট ছাড়া এক কথায় আমরা অচল। বর্তমানে শুধু স্মার্টফোনে নয় বরং ইন্টারনেট পৌঁছে গিয়েছে আমাদের বেড রুমে। Wifi এর মাধ্যমে আমরা পেয়েছি উফুরন্ত ইন্টারনেট। আমাদের মধ্যে অনেকের বাড়িতেই বর্তমানে রয়েছে ব্রডব্র্যান্ড কানেকশন।
দিনের ২৪টা ঘন্টা অন থাকে এই ছোট্ট যন্ত্রটি, যার সাহায্যে আমরা ইন্টারনেট ব্রাজিং করতে পারি। তবে সারাদিন রাউটার অন করে রাখা কি উচিত! কি বলছেন বিশেষজ্ঞরা? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দিনের প্রয়োজনীয় সময় ছাড়া রাউটার অন করে রাখার কোনো দরকার নেই। কারণ তার ফলে শরীরের ক্ষতি হচ্ছে আমাদের অজান্তেই।
বিশেষজ্ঞদের মতে, wifi বা ওয়ারলেস ব্রডব্যান্ড সিস্টেমের সাহায্যে আমাদের স্মার্টফোন থেকে শুরু করে টিভি, ল্যাপটপ কম্পিউটার সব যুক্ত থাকে। তবে রাতের বেলা ঘুমানোর সময়ও অনেকক্ষেত্রে দেখা যায় রাউটার অন করে রাখতে। রাউটার সাধারণত ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গের সাহায্যে কাজ করে। যা আমাদের মস্তিষ্কের পক্ষে খুবই ক্ষতিকারক।
এক গবেষণায় দেখা গিয়েছে, এই ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ শিশুদের মস্তিষ্কের বিকাশে বাঁধা দেয়। একই সাথে ব্রেন টিউমা রের মতো সমস্যা ডেকে আনতে পারে। তাছাড়া অনিদ্রার মতো সমস্যাও দেখা দিতে পারে। তবে শারীরিক সমস্যা বাদ দিকেও রাউটার অতিরিক্ত গরম হয়ে সর্টসার্কিট হয়ে আগুন ধরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়।