ছোট সাইজে আসছে OPPO-র ফ্ল্যাগশিপ পাওয়ারফুল স্মার্টফোন

OPPO Reno 15 Mini

বর্তমানে বাজারে বড় ডিসপ্লে-ওয়ালা স্মার্টফোনের চাহিদা থাকলেও অনেকেই ছোট, এক হাতে ব্যবহারযোগ্য ফোন পছন্দ করেন। সেই ব্যবহারকারীদের জন্যই OPPO আনছে তাদের প্রথম কমপ্যাক্ট স্মার্টফোন OPPO Reno 15 Mini। এটি আকারে ছোট হলেও পারফরম্যান্স, ডিজাইন ও ক্যামেরার দিক থেকে একেবারে ফ্ল্যাগশিপ ফোনের মতোই হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আসন্ন স্মার্টফোনের প্রতিটি দিক।

Advertisements

OPPO Reno 15 Mini: কমপ্যাক্ট ডিজাইন ও ডিসপ্লে

OPPO-র Reno সিরিজ সবসময়ই স্টাইলিশ ডিজাইন ও দুর্দান্ত ক্যামেরার জন্য পরিচিত। কিন্তু এবার ব্র্যান্ডটি এক নতুন পথে হাঁটছে — প্রথমবারের মতো তারা কমপ্যাক্ট ফোন মার্কেটে নামছে Reno 15 Mini নিয়ে। রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে দেওয়া হবে ৬.৩২ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে, যা এক হাতে সহজেই ব্যবহার করা যাবে। বর্তমানে যেখানে অধিকাংশ অ্যান্ড্রয়েড ফোনে ৬.৭ ইঞ্চি বা তার বেশি ডিসপ্লে থাকে, সেখানে এই ফোনটি ছোট স্ক্রিনপ্রেমী ইউজারদের জন্য নিখুঁত বিকল্প হয়ে উঠবে।

   

রিপোর্ট অনুযায়ী, Reno 15 Series ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হতে পারে। এই সিরিজে তিনটি মডেল থাকবে — Reno 15, Reno 15 Pro এবং Reno 15 Mini। যদিও কোম্পানি এখনো অফিসিয়াল টিজার বা লঞ্চ ডেট ঘোষণা করেনি, তবুও প্রতি ছয় মাস অন্তর Reno সিরিজের আপডেট আসে বলে ডিসেম্বর লঞ্চের সম্ভাবনা যথেষ্ট জোরালো।

ডিজাইন ও বিল্ড কোয়ালিটি

Reno 15 Mini-তে পাওয়া যাবে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি ও স্টাইলিশ লুক। এতে ব্যবহার করা হবে মেটাল ফ্রেম, যা ফোনকে দেবে শক্তপোক্ত ও প্রিমিয়াম ফিনিশ। ফোনটিতে থাকবে IP68 ও IP69 রেটিং, অর্থাৎ এটি সম্পূর্ণভাবে ধুলা ও পানির প্রতিরোধী হবে। ছোট আকারের হলেও ফোনটির ফিনিশিং ও প্রটেকশন একেবারে ফ্ল্যাগশিপ মানের হবে।

Also Read: Vivo Y19s ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও স্টাইলিশ ডিজাইন

Advertisements

ক্যামেরা সেটআপ

ক্যামেরার দিক থেকে OPPO-র Reno সিরিজ সবসময়ই আলোচনায় থাকে, আর Reno 15 Mini-ও সেই ঐতিহ্য বজায় রাখবে। ফোনটিতে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে থাকবে ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HP5 সেন্সর, সঙ্গে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। সেলফির জন্য সামনে দেওয়া হবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দিন বা রাত — যেকোনো সময় ছবির ডিটেলস ও কালার রিপ্রোডাকশন হবে অসাধারণ মানের।

পারফরম্যান্সের দিক থেকে Reno 15 Mini-তে থাকবে MediaTek Dimensity 8450 চিপসেট, যা আগে Reno 14 Pro-তেও ব্যবহৃত হয়েছে। এই প্রসেসর ফোনকে দ্রুত পারফরম্যান্স দিতে সক্ষম এবং গেমিং বা মাল্টিটাস্কিংয়ের সময় ফোনকে অতিরিক্ত গরম হতে দেয় না। ফোনটি আকারে ছোট হলেও এর পারফরম্যান্স হবে একদম হাই-এন্ড ফোনের মতো।

প্রসঙ্গত, OPPO Reno 15 Mini হতে চলেছে এমন একটি স্মার্টফোন, যা ছোট সাইজে বড় পাওয়ার, প্রিমিয়াম বিল্ড ও দারুণ ক্যামেরা অভিজ্ঞতা একসঙ্গে দেবে। যারা পকেট-ফ্রেন্ডলি, এক হাতে ব্যবহারযোগ্য অথচ ফ্ল্যাগশিপ-লেভেল ফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে এক নিখুঁত পছন্দ।