অনলাইন গেম থেকে সাবধান, সর্বস্বান্ত হতে পারেন আপনিও

বর্তমানে মানুষকে গ্রাশ করেছে অনলাইন গেম। এই অনলাইন গেমের (Online Game) আসক্তিতে সর্বস্বান্ত হচ্ছেন বহু মানুষ। গেমের প্রভাব বেশি দেখা গেছে পূর্ব মেদিনীপুর জেলায়। তাই এই খেলা থেকে পরিত্রান পেতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন এলাকাবাসী।

লোটো নামক এক গেম পূর্ব মেদিনীপুরের হাটে বাজারে ছড়িয়ে পরেছে। গোপনে নিজেদের আধুনিক সফটওয়্যারের মাধ্যমে রমরমিয়ে চালাচ্ছে তারা এই গেম। সেই কারনেই প্রায় জলের মতো টাকা উড়িয়ে দেউলিয়া হচ্ছে বহু মানুষ।

   

আর এই লোটো কাউন্টারের বিরুদ্ধে একাধিকবার পুলিশি অভিযান হয়েছে। তমলুকের নিকাশি বাজার, নন্দকুমারের খঞ্চি, কোলাঘাট থানার দক্ষিণ সাগরবাড় এবং এগরার পানিপারুল সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে মোট ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী।

এই কাজ না করলে বন্ধ হবে রেশন, কীভাবে করবেন জানুন পদ্ধতি

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলার ময়না, নন্দকুমারের পাশাপাশি খেজুরি, তালপাটিঘাট কোস্টাল, এগরা, পটাশপুর, ভগবানপুর, কাঁথি ও রামনগর সহ জেলার প্রায় ১১টি থানা এলাকায় ৭০টির বেশি এই অনলাইন লোটোর কাউন্টার রয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে এই অনলাইন লোটো গেমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক থানার পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন