যে সকল ক্রেতা অনলাইনের (online) মাধ্যমে কেনাকাটা করতে ভালোবাসেন, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ শুরু হয়ে গেছে আমাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল 2024 সেল। এই সেলে প্রাইম সদস্যদের জন্য বিশেষ সুযোগ থাকছে।
ক্রেতারা এখান থেকে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ছাড়াও পাওয়ার ব্যাঙ্ক, মোবাইল হোল্ডার, হেডসেট, কেবল এবং চার্জার সহ বেশ কয়েকটি মোবাইল ফোনের আনুষাঙ্গিক দ্রব্যে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। এছাড়াও ব্যাঙ্ক গ্রাহকদের অতিরিক্ত ছাড় দেওয়ার জন্য অ্যামাজন SBI ব্যাঙ্কের সঙ্গে ডিল করেছে।
OnePlus: 1TB স্টোরেজ ও 16GB RAM সহ বাজারে এল OnePlus-এর দুর্দান্ত এই স্মার্টফোন
এই অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যালে OnePlus Bullets Wireless Z2 নেকব্যান্ড-স্টাইলের ইয়ারফোন পাওয়া যাচ্ছে মাত্র 1,398 টাকায়। যে ইয়ারফোনকে একবার চার্জ দিলে 30 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে একটি IP55 রেটিং দেওয়া হয়েছে৷ হেডসেটের জন্য অ্যামাজন 80 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা জানিয়েছে। এই সেলে মাত্র 499 টাকায় পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যাচ্ছে।
অনলাইনে কেনাকাটার সময় নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট অফার দিচ্ছে অ্যামাজন। যে সকল ক্রেতাদের ব্যাঙ্ক কার্ড রয়েছে অথবা ইএমআই এর মাধ্যমে লেনদেন করতে চান তাদের জন্য দেওয়া হচ্ছে কেনাকাটির উপর 10 শতাংশ পর্যন্ত ছাড়।
সেল চলাকালীন গ্রাহকদের কথা মাথায় রেখে পে ডিসকাউন্টের ব্যবস্থা করেছে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল 2024। তাই আর দেরি না করে আজই আপনার পছেন্দের জিনিস কিনে নিন অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল থেকে।
Product | Deal Price | MRP |
OnePlus Bullets Z2 | 1,398 | 2,299 |
Mi Power Bank 3i 20000mAh | 1,799 | 2,199 |
Zebronics MW63 Wireless Power Bank | 1,299 | 3,999 |
Ambrane 10000mAh Powerbank | ||
Boat Type C A325/A320 Type C Cable | 89 | 499 |
WeCool Metal B2 Mobile Holder | 499 | 1,999 |
Portronics 51W Car Power 16 Fast Car Charger | 379 | 999 |
Boult Audio Z40 | 999 | 4,999 |