Nausha Electric: মাত্র 35,000 টাকায় ইলেকট্রিক স্কুটার! জানুন বিস্তারিত

পেট্রল ছেড়ে এখন অনেকেই দৈনন্দিন যাতায়াতের জন্য ইলেকট্রিক স্কুটার বেছে নিচ্ছেন। বিগত কয়েক বছরে একের পর এক ইলেকট্রিক স্কুটার বাজারে এসেছে। এর মধ্যে বেশিরভাগ নয়া মডেলের দাম 1 লাখ টাকার আশেপাশে। পরিবেশের কথা মাথায় রেখে আপনি ও যদি ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন তবে সস্তায় নতুন মডেল নিয়ে হাজির হয়েছে ভারতীয় সংস্থা। মাত্র 35,000 টাকা খরচ করে এই ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে আসা যাবে। ফলে সাধ্যের মধ্যেই আপনার ইলেকট্রিক স্কুটার চালানোর স্বপ্ন পূরণ হতে চলেছে। Nausha Electric নামের এই সংস্থা এখনও পর্যন্ত একটাই ইলেকট্রিক স্কুটার তৈরি করেছে। নতুন এই দেশি ইলেকট্রিক স্কুটার সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Advertisements

এই ইলেকট্রিক স্কুটারের মালিকের নাম নওশা। নিজের নামের এই কোম্পানি প্রতিষ্ঠা করেছেন তিনি। মূলক চিন থেকে ইলেকট্রিক স্কুটারের যন্ত্রাংশ আমদানি করে এই ইলেকট্রিক স্কুটার তৈরি হয়েছে। ইলেকট্রিক স্কুটার প্রতি নিজের ভালবাসা থেকেই এই স্কুটার তৈরি করেছেন বলে জানিয়েছেন পঞ্জাবের বাসিন্দা নওশা।তাঁর দাবি সম্পূর্ণ ফেলে দেওয়া সামগ্রী থেকে এই ইলেকট্রিক স্কুটার তৈরি করেছেন। ব্যবহারের অনুপযুক্ত বিভিন্ন পার্টস একত্রিত করে এই ইলেকট্রিক স্কুটার তৈরি হয়েছে। প্রথম প্রোটোটাইপ তৈরির জন্য 40,000 টাকা বাজেট ধার্য করা হয়েছিল। কিন্তু 35,000 টাকায় এই ইলেকট্রিক স্কুটার তৈরির কাজ শেষ করেছেন নওশা। Nausha Electric এর তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই গোটা দেশ থেকে তাঁদের কাছে অর্ডার আসতে শুরু করেছে। এমনকি বিদেশ থেকে অর্ডার আসছে বলে জানিয়েছে দেশি সংস্থাটি। যদিও এখনও বিক্রির জন্য তৈরি নয় এই ইলেকট্রিক স্কুটার। তবে খুব তাড়াতাড়ি এই মডেল লঞ্চ হয়ে যেতে পারে ভারতের বাজারে।

   
Advertisements

এই ইলেকট্রিক মোটরসাইকেলে রয়েছে 10 ইঞ্চি চাকা। ব্যাটারি, BMS ও অন্যান্য প্রধান অংশগুলি একটি প্রধান পাইপের সঙ্গে যুক্ত। সামনে রয়েছে ড্রাম ব্রেক। রয়েছে হেডলাইট ও টেললাইট।ভারতে ক্রমাগত নতুন ইলেকট্রিক স্কুটার ও মোটরসাইকেল লঞ্চ হলেও খুব কম মডেল এমন রয়েছে যা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। সেই ক্ষেত্রে 35,000 টাকা দামে এই ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে এলে নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পাবে। যদিও প্রথম ইলেকট্রিক স্কুটার তৈরি করতে 35,000 টাকা খরচ হলেও কত দামে এই ইলেকট্রিক স্কুটার বিক্রি হবে সেই সম্পর্কে কিছুই জানায়নি Nausha Electricl