Monday, December 8, 2025
HomeBusiness৬,০০০ টাকা সস্তা ! 5G এই ফোন কিনতে গ্রাহকদের হুড়োহুড়ি

৬,০০০ টাকা সস্তা ! 5G এই ফোন কিনতে গ্রাহকদের হুড়োহুড়ি

- Advertisement -

দীপাবলি শেষ হয়ে গেলেও ফ্লিপকার্ট এখনও দুর্দান্ত অফার এবং ডিল দিচ্ছে। জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে দিওয়ালি ধামাকা সেল চলছে এবং এই সেল শেষ হবে ১৫ নভেম্বর, অর্থাৎ উৎসব শেষ হওয়ার পরেও গ্রাহকরা অফারগুলির সুবিধা নিতে পারবেন। নো-কস্ট ইএমআই অপশন এবং এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে এই সেলে।এবার আপনি যদি এসবিআই কার্ড দিয়ে অর্থ প্রদান করেন তবে আপনি ১০% তাত্ক্ষণিক ছাড়ও পাবেন।

ফ্লিপকার্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রাহক মোটো G54 5G এখন পর্যন্ত অনেক কম দামে বাড়িতে আনতে পারবেন। জানা গেছে, ফোনটি ২১,৯৯৯ টাকার পরিবর্তে ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে। অর্থাৎ কেনাকাটায় সরাসরি ৬০০০ টাকার সুবিধা পাবেন। স্মুদ পারফরমেন্সের সঙ্গে ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৬০০০ এমএএইচ ব্যাটারির মতো অনেক বিশেষ ফিচার রয়েছে।

   

মটোরোলার ৫জি ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে এবং এটি ১২০ হার্জ ডায়নামিক রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও নিয়ে আসে। এই ৫জি ফোনে ২৫৬ গিগাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

মোটো G54 5G অ্যান্ড্রয়েড 13 এ My UI 5.0 এর সাথে কাজ করে এবং সংস্থাটি নিশ্চিত করেছে যে এটি অ্যান্ড্রয়েড 14 এ আপগ্রেড এবং তিন বছরের সুরক্ষা আপগ্রেড পাবে। মটোরোলা G54 5G-তে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনশন ৭০২০ প্রসেসর, যার র ্যাম ১২ গিগাবাইট পর্যন্ত।

ক্যামেরা ফিচারের কথা বলতে গেলে মটো G54 5G-তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে কোয়াড পিক্সেল প্রযুক্তি ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনটিতে প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলিং এর জন্য ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ারের জন্য মটোরোলার মটো জি৫৪ ৫জি ফোনে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, ফাস্ট চার্জিংয়ের সাহায্যে মাত্র ৬৬ মিনিটে ০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করা যাবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular