Voter Card: হারিয়ে গিয়েছে ভোটার কার্ড, কীভাবে পাবেন নির্বাচনের আগে দেখে নিন

সকলেরই জীবনে ভোটার আইডি কার্ডের (Voter Card) গুরুত্ব অসীম। এটি ভারতের নির্বাচন কমিশন দ্বারা জারি করা হয়। ভোটার আইডি কার্ডে থাকে ভোটারের নাম, ভোটারের ছবি,…

সকলেরই জীবনে ভোটার আইডি কার্ডের (Voter Card) গুরুত্ব অসীম। এটি ভারতের নির্বাচন কমিশন দ্বারা জারি করা হয়। ভোটার আইডি কার্ডে থাকে ভোটারের নাম, ভোটারের ছবি, ভোটারের ঠিকানা, ভোটারের জন্ম তারিখ ইত্যাদি। এটি ব্যবহার করে আপনি নির্বাচনে ভোট দিতে পারেন, সরকারি প্রকল্পের যে কোনও সুবিধাও পেতে পারেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স করতে পারেন ইত্যাদি। সেই ভোটার আইডি কার্ডই যদি হারিয়ে যায়, তাহলে কোনও রকম সুবিধাই আপনি পাবেন না। তবে এর উপায় কী? আপনি চাইলেই অনলাইনে ভোটার আইডি কার্ডের একটি ডুপ্লিকেট কপি পেয়ে যাবেন। দেখে নিন কীভাবে আবেদন জানাবেন।

আবেদনের সময় এসব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন:

   

পাসপোর্ট সাইজের ছবি
পরিচয়পত্রের কপি (যেমন, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড)
ঠিকানার প্রমাণপত্র (যেমন, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, ব্যাঙ্ক স্টেটমেন্ট)
ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে তার প্রমাণপত্র

ভোটার আইডি কার্ডের জন্য অনলাইনে কীভাবে আবেদন করবেন?

1.ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান। তারজন্য Google-এ গিয়ে election commission of india লিখুন।

2. এবার “Online Services”-এ ক্লিক করুন।

3. “Apply for Voter ID Card”-এ ক্লিক করুন।

4. অনেক অপশনের মধ্যে থেকে আপনার রাজ্য বেছে নিন।

5. আপনার ভোটার তালিকাভুক্তি নম্বর বা Voter Enrollment Number (VID) লিখুন।

6. এবার আপনার আধার নম্বর লিখুন।

7. আপনার মোবাইল নম্বরে একটি OTP যাবে। সেই OTPটি লিখুন।

8. আপনার আবেদনে আর যা যা তথ্য প্রয়োজন, সব লিখে পূরণ করুন।

9. প্রয়োজনীয় নথি বা ডকুমেন্ট আপলোড করুন।

10. এবার আপনার আবেদন জমা দিন।

আবেদনের খরচ কত জানেন?

ডুপ্লিকেট ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে কোনও ফি লাগবে না। আপনি বিনামূল্যেই এই কাজটি করতে পারবেন। ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড সাধারণত 15-20 দিনের মধ্যে পেয়ে যাবেন।