আর কয়েক মাস বাদেই লোকসভা ভোট ৷ লোকসভা ভোটের পরে যারা ক্ষমতায় আসবে তারা পূর্ণাঙ্গ বাজে্ট (Budget 2024) পেশ করবে৷ তবে তার আগে প্রথামাফিক নতুন অর্থবর্ষের প্রথম কয়েকটি মাস চালানোর জন্য অন্তরবর্তী বাজেট পেশ করে নেওয়া হবে ১ ফেব্রুয়ারি ৷ সেই বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম কাছ নানা ধরনের প্রত্যাশা রয়েছে বিভিন্ন ক্ষেত্রের মানুষজনের ৷ সেই মতো বাজার ঘিরে গোটা পাঁচের জিনিস আশা করে বসে আছে অনেকে ৷ সেগুলি যেমন-
ক্রিপ্টোমার্কেট ঘিরে প্রত্যাশা: সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) সক্ষম হওয়া সত্ত্বেও, ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণের উপর একটি ব্যাপক নীতির আশা রয়েছে। G20 শীর্ষ সম্মেলনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি একটি নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে।
ডিভিডেন্ডের উপর দ্বৈত কর: বর্তমান কর ব্যবস্থায় শেয়ারহোল্ডারদের হাতে আসা ডিভিডেন্ড-এর উপর কর হিসেব করলে দেখা যাচ্ছে দ্বৈত কর আরোপ করা আছে , যেহেতু কোম্পানি ইতিমধ্যেই তার লাভের উপর কর প্রদান করে থাকে। বিনিয়োগকারীরা ও বাজারের অংশগ্রহণকারীরা এই নীতিতে অসন্তোষ প্রকাশ করে৷ ফলে অনেকেই আশা করছেন ডিভিডেন্ড-এর উপর এ ভাবে দুবার কর দেওয়ার দায়ভার থেকে পরিত্রাণ পাওয়ার।
বৈদ্যুতিক যানবাহন নীতি ঘোষণা: আগামী আর্থিক বছরে বৈদ্যুতিক যানবাহন (EVs) তৈরির জন্য ফ্ল্যাগশিপ ইনসেনটিভ স্কিমের সম্প্রসারণের উপর ফোকাস সহ নীতি ঘোষণা বা সম্প্রসারণের প্রত্যাশা করা হচ্ছে।
সিকিউরিটি লেনদেন কর (STT) অপসারণ/হ্রাস: বিশ্লেষকরা সিকিউরিটি লেনদেন কর (STT) অপসারণ বা হ্রাসের প্রত্যাশা করছেন, বিশেষ করে নগদ বাজারে। এই দাবি গত কয়েক বছর ধরেই চলছে।
দীর্ঘমেয়াদী মূলধন লাভে পরিত্রাণ: স্টক মার্কেটে আরও বিনিয়োগকারীদের অংশগ্রহণকে উত্সাহিত করার জন্য দীর্ঘমেয়াদী মূলধন লাভে (LTCG) করের ক্ষেত্রে পরিত্রাণের প্রত্যাশা করা হচ্ছে। দীর্ঘদিনের এ দাবি নিয়ে কোনো পদক্ষেপের ইঙ্গিত দেয়নি সরকার।