Protect your Phone: ভুলেও ফোনে অন্য কোম্পানির চার্জার ব্যবহার করবেন না

অতিরিক্ত গরমের দিন আবারও চলে এসেছে। যার ফলে রাস্তায় বেরিয়ে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। এমন পরিস্থিতিতে রাস্তায় বেরিয়ে ফোনে হাত দেবার জো নেই। কারণ পথে বেরিয়ে…

protect your phone from overheating

অতিরিক্ত গরমের দিন আবারও চলে এসেছে। যার ফলে রাস্তায় বেরিয়ে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। এমন পরিস্থিতিতে রাস্তায় বেরিয়ে ফোনে হাত দেবার জো নেই। কারণ পথে বেরিয়ে দেখা যাচ্ছে ফোন অত্যাধিক গরম হয়ে গিয়েছে এমনকি ফোনের তাপমাত্রা (protect your phone) দেখে নেট অন করতেও ভয় পাচ্ছেন ব্যবহারকারী। আপনার সঙ্গেও কী তাই হচ্ছে? তাহলে আসুন মেনে চলুন কিছু ট্রিকস গরমকালের ফোন গরম হয়ে যাওয়ার পিছনে এক একজন এক এক কারণ মনে করে থাকেন। কিন্তু প্রকৃত কারণটি কী আপনি জানেন? আসুন দেখে নিন –

চার্জ – ফোনের চার্জ দেওয়ার ক্ষেত্রে সব সময় মাথায় রাখবেন, এমনভাবে চার্জ দেবেন না যাতে ব্যাটারীতে ক্ষতি হয়। অর্থাৎ কখনওই ফোনের চার্জ ১০০ শতাংশ করবেন না এবং সর্বনিম্ন কখনওই ২০ শতাংশের নিচে নামতে দেবেন না। তাহলেই আপনার ফোনের ব্যাটারি ভালো থাকবে। সঙ্গে ফোন গরম হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

ব্রাইটনেস – ফোনের ব্রাইটনেস অতিরিক্ত বাড়িয়ে রাখবেন না। সবসময় ব্রাইটনেস কমিয়ে রাখার চেষ্টা করবেন এবং পাওয়ার সেভিং মোড অন করে রাখবেন। তার ফলে ব্যাটারির উপর চাপ পড়বে না।

ফোনের কভার – চেষ্টা করবেন সবসময় ফোনের কভার না পরিয়ে রাখতে। কারণ ফোনে কভার পড়ানোর জন্য ফোনের যে স্বাভাবিক তাপমাত্রা আদান – প্রদানের বিষয়টি থাকে, তা আটকে যায়। যার ফলে ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে তা ঠাণ্ডা হতে অনেক সময় লাগে। ব্যাটারি সহজে ঠান্ডা হতে পারে না। যার ফলে বিস্ফোরণের সম্ভাবনা তৈরি হয়। তাই যখনই দেখবেন ফোন অতিরিক্ত গরম হয়ে, গেছে দ্রুতই ফোন থেকে কভার খুলে দেবেন।

কোম্পানি চার্জার ব্যবহার করা – সাধারণত কোম্পানির চার্জার বেশিদিন সকলে ঠিকভাবে ব্যবহার করতে পারেন না। যার ফলে ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করার জন্য দ্রুতই খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে অনেকেই বাজার থেকে লোকাল চার্জার কিনে ব্যবহার করেন। কিন্তু লোকাল চার্জারে চার্জ দেওয়ার ফলে ব্যাটারি দ্রুতই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেক্ষেত্রে ফোন দ্রুতই খারাপ হয়ে যেতে পারে। চার্জার খারাপ হয়ে গেলে চেষ্টা করবেন কম্পানি চার্জার কিনে দেওয়ার।