AC Not Cooling: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না! গ্যাস কমলে কি করে বুঝবেন?

Troubleshoot Your AC - Detecting Reduced Gas Levels
গরম বাড়তেই বাড়ি থেকে অফিস সর্বত্রই শুরু হয়েছে এসির (AC) পথ চলা অন্যদিকে চলতি বছর রেকর্ড পার করেছে তাপমাত্রা ঠিক একইভাবে প্রকৃতির দোকানে রেকর্ডারে বিক্রি হচ্ছে এসি।

আবার অনেকের বাড়িতে আগে থেকেই রয়েছে এসি তাই গরম পড়তেই শুরু হয়েছে এসির সার্ভিসিং। যারা নিজে বেশি সার্ভিসিং করতে পারেন না তারা অনেক সময় টেকনিশিয়ান দেখে এসি সার্ভিসিং করা যদি তাতে কোন সমস্যা থেকে থাকে তাহলে টেকনিশিয়ান সেই সমস্যা সারিয়ে তোলেন।

কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, এসির গ্যাস কমে গিয়েছে যার ফলে কর ঠিকভাবে ঠান্ডা হচ্ছে না। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় টেকনিশিয়ানরা লোক ঠকানোর জন্য অনেক সময় বলেন এসে গ্যাস কমে গেছে, আর সেই হিসেবে তারা একটা মোটা টাকা চেয়ে বসেন। তাই আগে থেকেই জেনে নেয়া দরকার এসির গ্যাস যদি কমে যায় তাহলে কি কি লক্ষণ দেখা দিতে পারে।

   

প্রথমত আপনার এসির যদি গ্যাস কমে যায় তাহলে কোনভাবেই ঠান্ডা করবে না ঘর আর বিদ্যুতের বিল অনেকটাই বেশি উঠবে। ঠিক একইভাবে এসির গ্যাস কমে গেলে ইনডোর ইউনিটের এয়ার ভেন্ট থেকে মাঝেমধ্যে জল বেরোতে শুরু করে তবে তাতেও ঘর কোনোভাবেই ঠান্ডা হয় না। অনেক সময় দেখা যায় এসিতে গ্যাস কম থাকলে ও সাময়িকভাবে ঠান্ডা করে কিন্তু সময় যত বাড়তে থাকে এসির তাপমাত্রা ততই বাড়তে শুরু করে এবং একটা সময়ের পরে ঘরে এসি চললেও তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন