Summer Woes: গরমে বাইকের অবস্থা শোচনীয়! কী করছেন দেখে নিন

Summer Woes: হাওয়া অফিস সূত্রে খবর দেশের উপগ্রবর্তী জেলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা, তবে আমাদের রাজ্যে কোন প্রভাব পড়বে না। তার বদলে অবশ্য বাংলার কপালে জুটেছে তাপপ্রবাহ।

Beat the Heat: Enhance Your Bike's Summer Performance and Maintenance

Summer Woes: হাওয়া অফিস সূত্রে খবর দেশের উপগ্রবর্তী জেলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা, তবে আমাদের রাজ্যে কোন প্রভাব পড়বে না। তার বদলে অবশ্য বাংলার কপালে জুটেছে তাপপ্রবাহ। আর এই গরমে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের কিন্তু তাতেও বাড়ি থেকে বেরোতে হচ্ছে কাজের জন্য।

সাধারণত মধ্যবিত্ত মানুষের কাজে যাওয়ার সঙ্গী হিসেবে অবশ্য হয়েছে সাইকেল কিংবা মোটরবাইক। আর যারা মোটর বাইক চালান এই গরমে তাদের অবস্থা আরো খারাপ কারণ গরম বৃদ্ধির সাথে সাথে কমতে শুরু করেছে গাড়ির মাইলেজ। যদিও আপনার গাড়ি কিরকম মাইলেজ দেবে তা নির্ভর করে আপনার গাড়ি চালানোর পদ্ধতির ওপর।

কিন্তু সব ঠিক থাকলেও গরমের দিনে অনেকটাই কমে যায় গাড়ির মাইলস্ট। তার কারণ গরমে গাড়ির ট্যাংকি থেকে তেল বাষ্প রূপে বের হতে থাকে। তাই বিশেষজ্ঞরা বলছেন এই গরমে গাড়ির জ্বালানি বাঁচাতে এবং মাইলেজ বৃদ্ধি করতে গাড়ি সব সময় ঠান্ডা এবং ছায়াযুক্ত জায়গায় পার্ক করুন। তাছাড়া পরিষ্কার রাখতে হবে গাড়ির এয়ার ফিল্টার।

কারণ আমাদের হৃদপিন্ডের মতো গাড়ির হৃৎপিণ্ড হলো এই এয়ার ফিল্টার বাইরের বাতাস টেনে জ্বালানির সাথে মিশিয়ে দেয় কিন্তু এই এয়ারফেল টা যদি পরিষ্কার না থাকে তাহলে বাতাস থেকে দূষিত পদার্থ এবং ধুলোবালি পরিশ্রুত করতে পারে না। ফলে গাড়ির মাইলেজ কমতে শুরু করে। তাছাড়া প্রয়োজনে তুলনাই বেশি তেল ভর্তি করতে বারণ করছেন বিশেষজ্ঞরা, কারণ তার ফলে তেলের ট্যাংকি বিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়।