iQOO 15 খুব শীঘ্রই ভারতসহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে এবং অফিসিয়াল লঞ্চের আগে এবার ফাঁস হয়ে গেলো আসন্ন ফ্ল্যাগশিপ ফোনটির দাম। 26 নভেম্বরে ফোনটি লঞ্চ হবে এবং অ্যামাজন ইন্ডিয়া-তে দেখা লিস্টিং অনুযায়ী ফোনটির বিভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। এছাড়া প্রি-বুকিং শুরু হয়ে গেছে এবং প্রি-বুক করলে থাকছে ফ্রি TWS ইয়ারবাডস এবং 12 মাসের অতিরিক্ত ওয়ারেন্টি সুবিধা। iQOO ইতিমধ্যে কনফার্ম করেছে যে ফোনটিতে থাকবে Samsung M14 OLED ডিসপ্লে, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং OriginOS 6। ফলে পারফরম্যান্স, ডিসপ্লে এবং ফ্ল্যাগশিপ লেভেলের হার্ডওয়্যারে ফোনটি OnePlus 15-কে সরাসরি টক্কর দেবে।
আইকু ১৫-এর দাম ও ভ্যারিয়েন্ট প্রসঙ্গে এখন যা জানা গেছে, তা অনুযায়ী ফোনটি 2টি স্টোরেজ অপশনে আসবে। 12জিবি ব়্যাম এবং 256জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম হবে 72,999 টাকা। আর 16জিবি ব়্যাম এবং 512জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে 79,999 টাকা।
দাম ও ভ্যারিয়েন্ট
লিক হওয়া তথ্য অনুযায়ী ফোনটি Alpha এবং Legend নামে দুই রং-এ পাওয়া যাবে। দাম দেখে বোঝাই যাচ্ছে ফোনটির ডিরেক্ট কম্পিটিশন হবে OnePlus 15-এর সঙ্গে। OnePlus 15-এর দুই ভ্যারিয়েন্টের দামও যথাক্রমে 72,999 টাকা এবং 79,999 টাকা, তাই iQOO 15 লঞ্চের পর বাজারে প্রিমিয়াম সেগমেন্টে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। গত বছর ভারতে iQOO 13-এর দাম ছিল অনেকটাই কম, যেখানে 12জিবি ব়্যাম + 256জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল 54,999 টাকা এবং 16জিবি + 512জিবি ভ্যারিয়েন্ট বিক্রি হত 59,999 টাকায়। ফলে এই বছরের দামে বড়সড় বৃদ্ধি স্পষ্ট।
আইকু ইন্ডিয়া’র সিইও নিপুন মৌর্য জানিয়েছেন, মেটেরিয়াল কস্ট বাড়ায় এই দাম বৃদ্ধি হয়েছে এবং কোম্পানি 60% পর্যন্ত কস্ট বাড়ার চাপ নিতে পারবেনা। তিনি ইঙ্গিত দিয়েছেন যে আইকু ১৫-এর দাম 65,000 থেকে 70,000 টাকার মধ্যে থাকতে পারে যদি লঞ্চ অফার যুক্ত করা হয়।
ফোনটি প্রি-বুক করলে কাস্টমাররা পাবেন 1,000 টাকা ডিপোজিটে বুকিং সুবিধা, যার সঙ্গে ফ্রি পাওয়া যাবে 1,899 টাকা দামের iQOO TWS Earbuds এবং 12 মাসের অতিরিক্ত ওয়ারেন্টি। প্রি-বুক করা গ্রাহকরা 27 November থেকে ফোনটি কিনতে পারবেন।
ক্যামেরা
স্পেসিফিকেশনের দিক থেকে চীনা ভ্যারিয়েন্ট অনুযায়ী আইকু ১৫-এ থাকবে 6.85-ইঞ্চি Samsung M14 AMOLED 2K ডিসপ্লে, 144 হার্টজ রিফ্রেশ রেট, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 7000mAh ব্যাটারি সহ 100ওয়াট ওয়্যার্ড ও 40ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ক্যামেরায় থাকছে 50MP মেইন + 50MP পেরিস্কোপিক টেলিফটো + 50MP আলট্রা-ওয়াইড ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে 32MP সেলফি ক্যামেরা। ফোনটি IP68+69 রেটিং-সহ আসবে, অর্থাৎ জল ও ধুলাবালি থেকে সুরক্ষিত।
iQOO 15 নিঃসন্দেহে এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির মধ্যে একটি এবং লঞ্চের আগেই দাম ফাঁস হওয়ায় ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। এখন দেখার বিষয়, অফিসিয়াল ইভেন্টে দাম ও অফার কতটা আকর্ষণীয় হয়।


