নতুন iPhone 16 Pro-এর টাচে সমস্যা! গুরুতর অভিযোগ ব্যবহারকারীর

চলতি মাসেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে অ্যাপেল আইফোন 16 (Apple iPhone 16) সিরিজ। আবার ২০ সেপ্টেম্বর থেকে ভারত সহ গোটা বিশ্বে এর বিক্রি শুরু হয়েছে।…

Apple-iPhone-16-Pro-review

চলতি মাসেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে অ্যাপেল আইফোন 16 (Apple iPhone 16) সিরিজ। আবার ২০ সেপ্টেম্বর থেকে ভারত সহ গোটা বিশ্বে এর বিক্রি শুরু হয়েছে। কিন্তু এরই মধ্যে এই সিরিজের একটি মডেলে গুরুতর সমস্যার কথা সামনে এল। একজন ক্রেতা জানিয়েছেন, তাঁর নতুন আইফোনের টাচে সমস্যা হচ্ছে। এই প্রতিবেদন লেখার পর্যন্ত অ্যাপেলের পক্ষ থেকে কোন এ বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

iPhone 16 Pro-এর টাচে সমস্যা

   

আইফোনের এক ব্যবহারকারী জানিয়েছেন, ট্যাপ ও সোয়াইপ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এমনকি স্ক্রল, ড্র্যাগ ও টাইপিং ঠিকঠাক কাজ করছে না। ফলে টাইপ করতে গেলে অনেক সময়তেই লেখা পড়ছে না। এদিকে 9to5Mac-এর রিপোর্টে দাবি করা হয়েছে, এটি সফ্টওয়্যারের সমস্যা থেকে হচ্ছে। হার্ডওয়্যারে কোন ত্রুটি নেই। সেখানে এও বলা হয়েছে, iOS-এর অ্য়াক্সিডেন্টাল টাচ এতটাই সংবেদনশীল যে, আলতো ছোঁয়া এটি অগ্রাহ্য করে।

স্ক্রিনের অন্যান্য অংশে ভুলবশত টাচ হয়ে গেলে তা প্রত্যাখ্যান করে এটি। এজন্য ইতিমধ্যেই বেশ কয়েকজন ক্রেতার সমস্যার কথা সামনে এসেছে। অনিচ্ছাকৃত টাচ বুঝলে ফোনটি খানিক্ষণের জন্য এটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সে সময় টাচ কাজ করবে না। রিপোর্টে বলা হয়েছে, লক থাকা অবস্থায় এই সমস্যা হচ্ছে না। শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

পুজোয় মাতাবে এলএমএল-এর নতুন ইলেকট্রিক স্কুটার, তাক লাগানো রেঞ্জ

iPhone 16 Pro-এর দাম ও ভ্যারিয়েন্ট

প্রসঙ্গত, iPhone 16 Pro-এ চারটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায়। এগুলি হল – 128 জিবি, 256 জিবি, 512 জিবি ও 1 টিবি। এগুলির দাম যথাক্রমে 119900 টাকা, 129900 টাকা, 149900 টাকা ও 169900 টাকা।