পুজোয় মাতাবে এলএমএল-এর নতুন ইলেকট্রিক স্কুটার, তাক লাগানো রেঞ্জ

নব্বইয়ের দশকে ভারতে দুর্দান্ত সব স্কুটার ও মোটরসাইকেল এনে বাজার কাঁপিয়েছিল এলএমএল (LML)। কিন্তু কালের নিয়মে একসময় বাজার থেকে হারিয়ে গিয়েছিল সংস্থা। যদিও আজও রাস্তায়…

LML-Star-Electric-Scooter-is-coming

নব্বইয়ের দশকে ভারতে দুর্দান্ত সব স্কুটার ও মোটরসাইকেল এনে বাজার কাঁপিয়েছিল এলএমএল (LML)। কিন্তু কালের নিয়মে একসময় বাজার থেকে হারিয়ে গিয়েছিল সংস্থা। যদিও আজও রাস্তায় বেরোলে LML Freedom, LML Vespa মডেলগুলি চোখে পড়ে। এবারে দেশের বাজারে ফের আসতে চলেছে এলএমএল। তাদের লক্ষ্য এখন ইলেকট্রিক টি হুইলারে। এ বছর সংস্থা একটি নতুন ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে। এর নাম – এলএমএল স্টার (LML Star)। সব ঠিকঠাক চললে পুজোতেই বাজারে পা রাখবে মডেলটি।

সম্প্রতি এদেশে Star-এর ডিজাইন পেটেন্ট দায়ের করেছে এলএমএল। ফলে মডেলটির নকশা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া গিয়েছে। সবচেয়ে আকর্ষণের বিষয়, এর ডিজাইন করেছেন Ducati, Ferrari, Yamaha ও Kawasaki-র মতো গ্লোবাল টু হুইলার জায়েন্টের ডিজাইনারগণ। তাই এর লুকে যে বিশেষত্ব থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। 

   

জানা গিয়েছে, এ বছর দ্বিতীয়ার্ধে অর্থাৎ পুজোর সময় ভারতের বাজারে পা রাখবে LML Star। এদেশে সংস্থা পরপর তিনটি ইইলেকট্রিক স্কুটার আনতে চলেছে। যার মধ্যে সর্বপ্রথম আনা হচ্ছে স্টার মডেলটি। পরবর্তীতে Moonshot ও Orion মডেল দুটি লঞ্চ করা হবে। যদিও এর আগে এই তিন মডেলেরই কনসেপ্ট ভার্সন দেখিয়েছিল সংস্থা। চলুন Star-এর সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

LML Star: ডিজাইন

ফিউচারিস্টিক ডিজাইন সহ হাজির হবে স্টার। এতে থাকছে ডুয়েল টোন ব্ল্যাক ও হোয়াইট বডি কালার, এলইডি ডিআরএল এবং প্রোজেক্টর হেডলাইট ও রেড অ্যাক্সেন্ট। সংস্থা জানিয়েছে, তাদের এই স্কুটারে ম্যাক্সি স্কুটির ডিজাইন ফুটিয়ে তোলা হবে।

LML Star: ফিচার্স

এলএমএল স্টার-এ থাকছে একাধিক অত্যাধুনিক ফিচার্স। যার মধ্যে দেখা মিলবে গাইড-মি হোম ল্যাম্প সহ একটি স্বয়ংক্রিয় হেডলাইট, সামনের অ্যাপ্রনের পিছনে একটি কাস্টমাইজেবল স্ক্রিন, একটি ওয়্যারলেস চার্জার, অ্য়াম্বিয়েন্ট লাইটিং এবং একটি ডিজিটাল স্ক্রিন। স্টার ই-স্কুটারে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, হিল হোল্ড অ্যাসিস্ট, রিভার্স মোড এবং এবিএসের মতো সেফটি ফিচারও পাওয়া যাবে।

পুজোর আগে 40,000 টাকা ছাড়ে এই দুর্ধর্ষ বাইক কিনুন

LML Star: ব্যাটারি ও রেঞ্জ

এখনও পর্যন্ত এলএমএল স্টার (LML Star) ইলেকট্রিক স্কুটারের স্পেসিফিকেশন সম্পর্কে সামান্য তথ্য সামনে এসেছে। ২ কিলোওয়াট অওয়ার ক্ষমতার দুটি রিমুভেবল ব্যাটারি প্যাক সহ হাজির হবে এটি। ফুল চার্জে এটি ১৫০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে।  প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ যুক্ত মডেলটি থেকে প্রায় ৭ বিএইচপি পাওয়ার আউটপুট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।