iPhone 13 Pro Max-এ ৬০ হাজার টাকার ওপর ছাড়!

আইফোন কেনার পরিকল্পনা থাকলে শিঘ্রই কিনে ফেলুন। কারণ iPhone 13 Pro Max-এ ব্যাপক ছাড় মিলছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ২০২১ সালে লঞ্চ হওয়া আইফোন ১৩ সিরিজটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

এর শীর্ষ মডেল আইফোন ১৩ প্রো ম্যাক্সের দাম লক্ষাধিক টাকারও বেশি। কিন্তু আইফোন ১৪ সিরিজের লঞ্চের একদিন আগে হঠাৎ করেই এই মডেলের দাম অনেকটাই কমে গেছে। মাত্র ৬ হাজার টাকায় পাওয়া যাবে। হ্যাঁ। আপনি ঠিকই পড়েছেন।

   

ভারতে প্রায় ১.১৬ লক্ষ টাকার এই মডেল কিনতে পারবেন ৬ হাজার টাকারও কম দামে। তবে আমি আপনাকে বলতে চাই যে এটি পুনর্নির্মাণ করা হয়েছে। জানা যাচ্ছে, অনলাইন শপিং ওয়েবসাইট এলকোন-এ নতুন করে আইফোন ১৩ প্রো ম্যাক্স বিক্রি হচ্ছে ৫,৪৯৯ টাকায়। এই দাম ১২৮ জিবি ভেরিয়েন্টের। কোনও ব্যাঙ্ক অফার বা এক্সচেঞ্জ অফার নেই। iPhone 13 Pro Max সরাসরি একই দামে বিক্রি করছে প্রতিষ্ঠানটি।

ওয়েবসাইটে এলকোনের তরফে দাবি করা হয়েছে, ফোনটির অবস্থা ভালই রয়েছে। তবে নতুন ফোনগুলির তুলনায় সংস্কার করা ফোনগুলি কিছুটা আলাদা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন