Laptop: বাড়িতে আনুন এই সংস্থার ল্যাপটপ, একবার চার্জ দিলেই চলবে ১১ ঘন্টা

বর্তমানে আমরা সকলেই প্রযুক্তির সাথে পরিচিত। কারণ আধুনিক সময় প্রযুক্তি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। অন্যদিকে বর্তমান প্রজন্মের কাছে এই প্রযুক্তির অন্যতম উদাহরণ হল ল্যাপটপ (Laptop) কিংবা কম্পিউটার।

Get Up to 11 Hours of Battery Life with This Long-Lasting Laptop
বর্তমানে আমরা সকলেই প্রযুক্তির সাথে পরিচিত। কারণ আধুনিক সময় প্রযুক্তি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। অন্যদিকে বর্তমান প্রজন্মের কাছে এই প্রযুক্তির অন্যতম উদাহরণ হল ল্যাপটপ (Laptop) কিংবা কম্পিউটার। সাম্প্রতিক সময়ে অফিসের কাছ থেকে শুরু করে পড়াশোনা সমস্ত কিছুতেই দরকার হয় ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার যদিও অনেকেই আবার এটিকে ব্যবহার করেন নেহাতই ভিডিও গেম খেলার জন্য।

বর্তমানে বিভিন্ন নামিদামি সংস্থা তাদের তৈরি ল্যাপটপ আরো উন্নত করেছে একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে ল্যাপটপের দাম তবে অনেকে যে বিষয়টির উপর গুরুত্ব দেন না সেটি হল ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ। কারণ বর্তমানে আমরা বাড়ির বাইরেও ল্যাপটপের সাহায্যে বিভিন্ন কাজ করে থাকি। তাই ল্যাপটপের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তবে একটা সময়ের পর ল্যাপটপের (laptop) ব্যাটারি আর আগের মতো ব্যাকআপ দিতে পারে না তাই বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক আমাদের ব্যবহার করতে হয়।

তাই আমরা এমন কিছু ল্যাপটপের নাম বলব যেগুলি অন্যান্য ল্যাপটপ থেকে ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে অনেকটাই এগিয়ে। যার মধ্যে প্রথমেই আছে HP কোম্পানির Pavilion 15। ১৫.৬ ইঞ্চির এই ল্যাপটপে আপনি পাবেন উইন্ডোজ ১১, সেই সাথে ৫১২ জিবি এসএসডি। অন্যদিকে থাকছে ৩ সেলের লিথিয়াম ব্যাটারি, যা একবার চার্জ দিলেই চলবে ১১ ঘন্টা।

তারপরেই রয়েছে Lenovo IdeaPad Gaming 3, বর্তমানে এই ল্যাপটপের বাজার মূল্য প্রায় ৫৭ হাজার টাকার কাছাকাছি। উইন্ডোজ ১১ এর সাথে থাকছে ৩ সেলের ব্যাটারি যা একাবর চার্জ দিলেই চলবে ৮ ঘন্টা।