বর্তমানে আমাদের সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। আবার অনেকে আছেন যারা মাঝেমধ্যেই নিত্য নতুন স্মার্টফোন কিনে ফেলেন বাজার থেকে। দামিনী দিকে বাজারে রয়েছে হরেক রকমের স্মার্টফোন। তবে বর্তমানে স্মার্ট যুগে বসবাস করলেও অনেকেই বুঝে উঠতে পারেন না তারা ঠিক কি ধরনের স্মার্টফোন কিনবেন। অথবা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য তাদের ঠিক কি ধরনের স্মার্টফোন দরকার।
আবার অনেক ফোন রয়েছে যা নামেই স্মার্ট, সেই অর্থে কোন ফিচার নেই। তাই আপনিও যদি সাম্প্রতিক সময়ে একটি স্মার্ট ফোন কিনতে যান তাহলে আপনারও জেনে রাখা উচিত আপনার স্মার্টফোনে ঠিক কি ধরনের ফিচার থাকা উচিত। প্রধানত স্মার্টফোন কাজ করে তার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর উপর ভিত্তি করে।
যে স্মার্টফোনের সিপিইউ যত উন্নত হবে সেই স্মার্ট ফোন তত বেশি দামি হবে এবং তাতে ততো বেশি ফিচার থাকবে। তাছাড়া স্মার্টফোনের Ram সম্পর্কে ওয়াকিবহুল থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই Ram-ই হল আমাদের স্মার্টফোনের চালিকাশক্তি। তাই আপনার স্মার্টফোনের ram যত বেশি হবে আপনার স্মার্টফোন তত সাবলীল ভাবে কাজ করবে বছরের পর বছর।
একই সাথে জেনে নেওয়া উচিত আপনার স্মার্টফোনের internal ষ্টোরেজ সম্পর্কে। স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজে সমস্ত ধরনের ডেটা সেভ থাকে তাই আপনার স্মার্টফোনে যদি ইন্টারনাল স্টোরেজ কম হয় তাহলে আপনার স্মার্টফোন অল্পদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। একই সাথে জেনে নেয়া উচিত আপনার স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ এবং অন্যান্য নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য।