Lok Sabha Election: বুথ জ্যাম, ছাপ্পা ভোট রুখতে AI সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন

সামনেই লোকসভা নির্বাচন। ভোটের দামামা বেজে গিয়েছে। তবে এবারের চমক AI প্রযুক্তি। জানা যাচ্ছে, এবারের লোকসভা নির্বাচনে হবে AI প্রযুক্তির ব্যবহার। আর্টিফিশিয়াল ইন্টেলজেন্স বা AI…

Ec

সামনেই লোকসভা নির্বাচন। ভোটের দামামা বেজে গিয়েছে। তবে এবারের চমক AI প্রযুক্তি। জানা যাচ্ছে, এবারের লোকসভা নির্বাচনে হবে AI প্রযুক্তির ব্যবহার। আর্টিফিশিয়াল ইন্টেলজেন্স বা AI প্রযুক্তির সাহায্যে রোখা হবে বুথ জ্যাম, ছাপ্পা ভোট। AI প্রযুক্তি ব্যবহার হবে সেই সব বুথে যেখানে ওয়েব কাস্ট হবে।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই ওয়েব কাস্টিং নিয়ে ই-টেন্ডার ডেকেছে। এর আগে বহু অভিযোগ ওঠে ওয়েবকাস্ট নিয়ে। তাই সরাসরি AI প্রযুক্তিতে ভরসা কমিশনের। AI প্রযুক্তির মাধ্যমে মানুষের কাজ দ্রুততার সঙ্গে নিখুঁতভাবে হয়। নানা ক্ষেত্রে ব্যবহার হয় AI প্রযুক্তি। এবারে ব্যবহার হবে লোকসভা নির্বাচনেও।

ভোটের সময় প্রতিটা কেন্দ্রে, বিশেষ করে স্পর্শকাতর বুথগুলোয়, থাকে কড়া নিরাপত্তার ব্যবস্থা। নিরাপত্তা সত্তেও প্রতি নির্বাচনেই বুথ জ্যাম, ছাপ্পা ভোটের মতো ঘটনা সামনে আসে। এমন অভিযোগ মাথাব্যথার কারণ হয়ে ওঠে নির্বাচন কমিশনের। কিন্তু এবারের ছবি কিছুটা হলেও বদলাচ্ছে। কারণ এবার মানুষের নজরদারির ওপর দিয়ে চলবে প্রযুক্তি। কমিশন সূত্রে জানা গিয়েছে, চব্বিশের লোকসভা ভোটে যে সমস্ত বুথে ওয়েব কাস্ট হবে, সেখানে ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি।

এই সপ্তাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই বিষয়ে একাধিকবার বৈঠক হয়ে গিয়েছে। ওয়েব কাস্ট নিয়ে ই-টেন্ডার ডেকেছে নির্বাচন কমিশন। AI দিয়েই বুথ জ্যাম, ছাপ্পা ভোট এই সব কিছুই অত্যন্ত সূক্ষ্মভাবে আটকানো সম্ভব হবে বলেই মনে করছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।

অপরদিকে বিশেষজ্ঞদের রয়েছে একটু ভিন্ন মত। তাদের মতে AI প্রযুক্তির যেমন অনেক ভাল দিক রয়েছে, তেমনি রয়েছে খারাপ দিকও। এবার প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে সেই ফল নির্বাচনী প্রক্রিয়ায় পড়বে না তো।