Earphone : হারানো হেডফোন এবার মিলবে সহজেই

বিখ্যাত চীনা কোম্পানি Anker-এর অডিও ডিভাইস ব্র্যান্ড Soundcore ভারতে লঞ্চ করল তাদের নতুন প্রোডাক্ট, Life Note 3 ট্রু স্টেরিও ওয়্যারলেস ইয়ারফোন (Earphone)। এটি নয়েজ ক্যান্সলেশন,…

বিখ্যাত চীনা কোম্পানি Anker-এর অডিও ডিভাইস ব্র্যান্ড Soundcore ভারতে লঞ্চ করল তাদের নতুন প্রোডাক্ট, Life Note 3 ট্রু স্টেরিও ওয়্যারলেস ইয়ারফোন (Earphone)। এটি নয়েজ ক্যান্সলেশন, গেমিং মোড এবং বেস টেকনোলজির সাথে এসেছে। সাথে এটি IPX5 রেটিংপ্রাপ্ত, ফলে জল থেকে সুরক্ষা দেবে।

চলুন Soundcore Life Note 3 ট্রু স্টেরিও ওয়্যারলেস ইয়ারফোনের দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

   

ভারতে সাউন্ডকোর লাইফ নোট ৩ ট্রু স্টেরিও ওয়্যারলেস ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৭,৯৯৯ টাকা। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ব্ল্যাক কালারের হেডফোনটি পাওয়া যাবে।

Advertisements

সাউন্ডকোর লাইফ নোট ৩ ট্রু স্টেরিও ওয়্যারলেস ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ১১এমএম কম্পোজিট ড্রাইভার এবং এটি বেস আপ টেকনোলজি বিশিষ্ট, যা উন্নততর সাউন্ড কোয়ালিটি অফার করতে সক্ষম। এখানে জানিয়ে রাখি, ইয়ারবাডটিকে সাউন্ড কোর অ্যাপের মাধ্যমে চালনা করা যাবে। অন্যদিকে, নতুন এই ইয়ারফোনে রয়েছে মাল্টি-মোড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার, যা ব্যবহারকারীর লোকেশন অনুযায়ী বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সাহায্য করবে। ইয়ারফোনটিতে তিনটি ভিন্ন ট্রান্সফারেন্সি মোড উপলব্ধ। যেগুলি হল ফুল, ভোকাল এবং এনহ্যান্স ভোকাল মোড। এই ইয়ারফোনে শামিল রয়েছে ছটি মাইক্রোফোন, যা ক্লিয়ার কলিং এক্সপেরিয়েন্স অফার করবে। আবার এটি ব্লুটুথ ভি৫.০ সহ এসেছে। ফোনটির গেমিং মোড গেম খেলার সময় মনোরম অডিও এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এখানে বলে রাখি, এর ‘ফাইন্ড মাই হেডসেট’ ফিচার অন করলেই ব্যবহারকারীর হারিয়ে যাওয়া ইয়ারফোনটি থেকে খুব জোরে একটি শব্দ বের হবে এবং সহজেই সেটিকে খুঁজে পাওয়া যাবে।

সংস্থার দাবি, Soundcore Life Note 3 ট্রু স্টেরিও ওয়্যারলেস ইয়ারফোনটি একবার চার্জে ৩৫ ঘন্টা পর্যন্ত পর্যন্ত ব্যবহারযোগ্য এবং এটি মাত্র তিন ঘন্টায় পুরোপুরি চার্জ হয়ে যাবে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News