UP Election2022: সাড়ে চার লাখ টাকাতেও টিকিট পেলাম না, দু চোখে গঙ্গা-যমুনা BSP নেতার

তিনি কাঁদছেন। দু চোখ দিয়ে গঙ্গা যমুনার মতো জলপ্রবাহ। কাঁদতে কাঁদতে বলেই ফেললেন সত্যিটা। পার্টির নেতা চেয়েছিল ৫০ লাখ। দিতে পেরেছি সাড়ে চার লাখ। বলেছিলাম…

তিনি কাঁদছেন। দু চোখ দিয়ে গঙ্গা যমুনার মতো জলপ্রবাহ। কাঁদতে কাঁদতে বলেই ফেললেন সত্যিটা। পার্টির নেতা চেয়েছিল ৫০ লাখ। দিতে পেরেছি সাড়ে চার লাখ। বলেছিলাম বাকিটা অ্যারেঞ্জ করছি। তার আগেই টিকিট দিয়ে দিল অন্যকে। বলেই ফের হাউহাউ করে কাঁদতে শুরু করলেন বহুজন সমাজপার্টির নেতা। উত্তরপ্রদেশ বিধানসভার ভোটে (UP Election 2022) যে পরিমাণ টাকার খেলা হবে এটি তার একটি কান্নাভেজা উদাহরণ।

বিএসপি নেতা আরশাদ রানার কান্না ভাইরাল হয়ে গেছে। দলনেত্রী মায়াবতীর কোনও হেলদোল নেই। তিনি টিকিটের সিদ্ধান্তে অনড়। আরশাদ রানার দাবি ছতরওয়াল কেন্দ্রে তিনি জান লড়িয়ে দেবেন। এখানে তার বিরাট পরিচিতি। দীর্ঘ সময় বিএসপি করছেন। তিনিই বিধায়ক পদের টিকিট পাওয়ার হকদার।

বিএসপি নেত্রী ছতরওয়াল থেকে প্রার্থী করেছেন উত্তর প্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র সলমন সইদকে। এর পরেই সোশ্শাল মিডিয়ায় কান্নাকাটি শুরু করেছেন বিএসপি নেতা আরশাদ রানা। তিনি থানায় গিয়ে পুলিশের সামনে কান্নায় ভেঙে পড়েন। আরশাদ রানার অভিযোগ, দলের তরফে ৬০ লাখ টাকা চাওয়া হয়েছিল। অনেক তদ্বির করে ৫০ লাখে টিকিট পাওয়ার মৌখিক চুক্তি হয়। কিন্তু দল সময় দিল না।

বিএসপি নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী নীরব। উত্তর প্রদেশ ভোটের রঙ লাগছে দ্রুত।