Corona virus alert: বন্ধ হতে চলেছে করোনা সতর্কতার কলার টিউন

Corona virus alert caller tune is about to stop

অবশেষে বিরক্তির অবসান। গত দু’বছর ধরে জরুরি প্রয়োজনে কাউকে ফোন করতে গেলেও প্রথমেই শুনতে হচ্ছে করোনাভাইরাস সতর্কতার কলার টিউন (Corona virus alert )। একই কথা প্রতিদিন বারবার শুনতে শুনতে মানুষ বিরক্ত হয়ে উঠেছে। এই অবস্থায় এবার কিছুটা স্বস্তি মিলতে চলেছে। কারণ খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে এই কলার টিউন।

Advertisements

করোনা মহামারী সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করতে এবং নাগরিকরা যাতে সময় মত নিজেদের টিকার ডোজ নেন তা নিশ্চিত করতেই এই কলার টিউন চালু করা হয়েছিল। গত দুই বছর ধরে প্রতিটি ফোনের ক্ষেত্রে একই কথা শুনতে শুনতে মানুষ যেন হাঁপিয়ে উঠেছিল।

জরুরি কোনও প্রয়োজনে ফোন করতে গিয়ে বেশ কিছুক্ষণ সময় নষ্ট হচ্ছিলস্বাভাবিকভাবেই এই কলার টিউন নিয়ে মানুষের মধ্যেও বিরক্তি বাড়ছিল। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, করোনা কলার টিউন এবার বন্ধ হতে চলেছে। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে নির্দেশিকা জারি করবে।

Advertisements

ইতিমধ্যেই দেশের করোনা পরিস্থিতি প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে গিয়েছে বলা যায়। ওমিক্রনের দাপাদাপিও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনার কলার টিউন আর চালিয়ে যাওয়ার যুক্তি দেখছে না কেন্দ্র।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এই কলার টিউন চালানো শুরু হয়। বিএসএনএল, ভোডাফোন, এয়ারটেল রিলায়েন্স জিওর মত সব টেলিকম সংস্থাকে বাধ্যতামূলকভাবে এই কলার টিউন চালাতে হচ্ছিল।