‘অপারেশন সিঁদুর’-এর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন BSNL-এর, এই প্ল্যান ভরালেই হবে দেশের সেবা

BSNL
BSNL Returns to Profit After 18 Years: Government Support and Strategic Reforms Drive Turnaround

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) তাদের গ্রাহকদের জন্য এক বিশেষ রিচার্জ অফার ঘোষণা করেছে, যা দেশের সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগকে সম্মান জানাতে তৈরি করা হয়েছে। ‘অপারেশন সিন্ধু’-র প্রতি শ্রদ্ধা জানাতে বিএসএনএল একটি সীমিত সময়ের জন্য ₹১,৪৯৯ মূল্যের একটি প্ল্যানে বিশেষ সুবিধা ঘোষণা করেছে। এই অফারটি ৩০ জুন ২০২৫ পর্যন্ত প্রযোজ্য।

রিচার্জ করলে দেশের সেবায় সরাসরি অবদান

এই বিশেষ রিচার্জ প্ল্যানে, গ্রাহক যখন ₹১,৪৯৯-এ রিচার্জ করবেন, তখন ওই অর্থের ২.৫ শতাংশ প্রতিরক্ষা দপ্তরে দান হিসেবে প্রদান করা হবে। অর্থাৎ, গ্রাহকের রিচার্জ থেকে একটি অংশ সরাসরি দেশের সেনাবাহিনী ও তাদের কল্যাণে ব্যয় হবে। শুধু তাই নয়, একই সঙ্গে গ্রাহকও পাবেন রিচার্জ মূল্যের ২.৫ শতাংশ ক্যাশব্যাক, যা একটি অতিরিক্ত সুবিধা হিসেবে থাকছে।

   

BSNL-এর ₹১,৪৯৯ প্ল্যান

BSNL-এর এই ₹১,৪৯৯ মূল্যের প্ল্যানটির বৈধতা ৩৩৬ দিন, অর্থাৎ প্রায় ১১ মাস। এই দীর্ঘমেয়াদী প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধা পাবেন এবং যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন সারা দেশে। ইন্টারনেট ব্যবহারের জন্য একবারে মোট ২৪ জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হবে। উল্লেখযোগ্যভাবে, ডেটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট পরিষেবা চালু থাকবে ৪০ কেবিপিএস গতিতে, যাতে ব্যবহারকারীরা জরুরি প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার চালিয়ে যেতে পারেন।

10 জুন ভারতে আসছে Motorola Edge 60, থাকছে 50MP সেলফি ক্যামেরা ও 5500mAh ব্যাটারি

এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ, তাই যারা বিএসএনএল-এর এই সাশ্রয়ী এবং দেশসেবামূলক প্ল্যানটির সুবিধা নিতে চান, তাদের ৩০ জুন ২০২৫-এর আগেই রিচার্জ করে নিতে হবে। এর মাধ্যমে একদিকে যেমন মিলবে দীর্ঘমেয়াদি রিচার্জের আর্থিক সুবিধা, তেমনই অন্যদিকে দেশের সেনা সদস্যদের প্রতি সম্মান প্রদর্শনের সুযোগও থাকবে।

প্রসঙ্গত, BSNL-এর এই নতুন পদক্ষেপ একটি প্রশংসনীয় উদাহরণ, যেখানে টেলিকম পরিষেবার মাধ্যমে গ্রাহক ও সংস্থা উভয়েই দেশের সেবা ও নিরাপত্তা ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে। এই রিচার্জ প্ল্যান শুধু একটি আর্থিক সাশ্রয়ের উপায় নয়, বরং দেশের সেনা বাহিনীর প্রতি সম্মান জানানোর একটি অভিনব মাধ্যম হিসেবেও বিবেচিত হচ্ছে। সুতরাং যাঁরা বিএসএনএল-এর গ্রাহক, তাঁরা এই সুযোগ হাতছাড়া না করে অফার চলাকালীন রিচার্জ করে এই মহৎ উদ্যোগে সামিল হতে পারেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন