দিনে সাত টাকা খরচ করলেই 3 জিবি ডেটা, BSNL-এর এই দুর্দান্ত প্ল্যান সম্পর্কে জানেন?

Jio, Airtel এবং Vodafone সম্প্রতি রিচার্জের খরচ বাড়ানোর পর থেকে বিএসএনএল-এর (BSNL) পোয়া বারো। তাই নিত্য়নতুন রিচার্জ প্ল্য়ান লঞ্চ করে চলেছে সংস্থা। সস্তার একাধিক প্ল্য়ান আনার ফলে ইদানিং বহু গ্রাহক বিএসএনএল-এ নম্বর পোর্ট করাচ্ছেন। এবারে আরও এক নতুন প্ল্য়ান বাজারে এনে সাড়া ফেলে দিয়েছে সরকারি টেলিকম সংস্থাটি।

প্রতিদিন মাত্র 7 টাকায় বিএসএনএলের এই দুর্দান্ত প্ল্যানে, আনলিমিটেড কলিং, দৈনিক ডেটা এবং এসএমএসের মতো সুবিধাগুলি দেওয়া হচ্ছে। যা গ্রাহকদের জন্য দুর্দান্ত বিকল্প হিসাবে প্রমাণিত হতে পারে। চলুন এই প্ল্য়ানের সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

   

জেনে নিন এই প্ল্য়ানের বিশেষত্ব কী

বিএসএনএল (BSNL) 599 টাকার একটি বিশেষ রিচার্জ প্ল্যান চালু করেছে। জানা গিয়েছে, এই প্ল্য়ানে 84 দিনের বৈধতা রয়েছে। দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য খুব সস্তা এবং উপকারী বিকল্প হিসাবে এটি আনা হয়েছে। পাশাপাশি গ্রাহকরা এই প্ল্যানের অধীনে অনেক সুবিধা পেতে চলেছেন। যা এটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলছে।

মাত্র 7 টাকায় প্রতিদিন মিলবে এই সুবিধা

BSNL-এর 599 টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা 84 দিন। এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিংয়ের সঙ্গে প্রতিদিন 100টি SMS পাঠাতে পারবেন। এতে মিলবে প্রতিদিন 3 জিবি ডেটা। সবমিলিয়ে 252 জিবি ডেটার সুবিধা পাবেন ইউজাররা। হিসেব মত এর জন্য ব্যবহারকারীদের প্রতিদিন 7.13 টাকা খরচ করতে হবে। সুতরাং এই প্ল্য়ান BSNL-এর সবচেয়ে সস্তার প্ল্যানের মধ্যে একটি বলাই যায়। আবার এতে আপনি 4G ডেটাও পেয়ে যাবেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন