Bizarre Invention: বিয়ারে চলবে বাইক! জ্বালানির খরচ কমাতে এই উদ্যোগ নিলেন যুবক

Bizarre Invention:  যে কোনো গাড়ি চালাতে যে পেট্রোল, ডিজেল বা গ্যাসের মতো জ্বালানির প্রয়োজন হয় এটা আমরা সবাই জানি। এছাড়া ব্যাটারীতেও চলে একাধিক গাড়ি।

Revolutionary Invention: Bike Powered by Beer! Young Innovator's Initiative to Cut Fuel Costs

Bizarre Invention:  যে কোনো গাড়ি চালাতে যে পেট্রোল, ডিজেল বা গ্যাসের মতো জ্বালানির প্রয়োজন হয় এটা আমরা সবাই জানি। এছাড়া ব্যাটারীতেও চলে একাধিক গাড়ি। কিন্তু আপনি কি ট্যাংকিতে বিয়ার ঢেলে গাড়ি চালাতে দেখেছেন? বা শুনেছেন কখনো? অবাক লাগছে? অবাক লাগলেও, এটাই সত্যি।

সম্প্রতি বিয়ারচালিত মোটরসাইকল বানিয়ে সাড়া ফেলে দিয়েছেন আমেরিকার তরুণ কাই মিচেলসন। তাঁর আবিষ্কারে হতবাক অনেকেই। তবে এমন চমকপ্রদ আবিষ্কার যে তিনি প্রথম করলেন এমনটা নয়। এর আগেও বহু আশ্চর্য আবিষ্কার করেছেন তিনি। সেই সব আবিষ্কারের কথা শুনলে আপনিও অবাক হতে বাধ্য! তাঁর আবিষ্কারের তালিকায় রয়েছে রকেটচালিত শৌচালয় এবং কফি তৈরির জে়টচালিত মেশিন। কিন্তু তাঁর নবতম আবিষ্কার বাকি সব কিছুকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, এই মোটরসাইকেলে ইঞ্জিন থাকছে না। এর পরিবর্তে গাড়িটিতে থাকছে একটি বিয়ার ভর্তি কয়েল।

   

• কিভাবে চলবে এই মোটরসাইকেল?
বিয়ার ভর্তি কয়েল বিয়ার কে ৩০০ ডিগ্রি পর্যন্ত গরম করবে। যার ফলে বিয়ার বাষ্পে পরিণত হয়ে মোটরসাইকেল কে এগিয়ে নিয়ে যাবে। এই মোটরসাইকেলটি তৈরি হয়েছে কাই মিচেলসনের নিজস্ব গ্যারেজে। কাই বলেন, ‘‘আমি সব সময় একটু অন্য রকম জিনিস তৈরি করতে পছন্দ করি। এমন কিছু করতে চাই, যা এর আগে অন্য কেউ করেনি।’’ তিনি আরও বলেন, ‘‘জ্বালানির দাম বাড়ছে হু হু করে। আমি মদ্যপান করি না। কিন্তু এই পানীয় দিয়ে এমন কিছু করতে চেয়েছিলাম, যা সত্যিই কাজে লাগে।’’

কাই মিচিলসেনর ডাকনাম রকেটম্যান। কাই জানিয়েছেন, পরীক্ষা করে বাইকটির ক্ষমতা মেপেছেন তিনি। তার মতে, বিয়ার চালিত এই বাইক ২৪০ কিমি প্রতি ঘন্টা বেগে ছুটবে। যদিও এখনো পর্যন্ত তিনি নিজে বাইকটি চালিয়ে দেখেননি। তবে কাই জানায়, কিছুদিনের মধ্যেই বাইকটি চালিয়ে দূরের পথে রওনা দেবেন তিনি।