Your Smartphone: স্মার্টফোন চার্জ করুন সংশ্লিষ্ট চার্জারে, নাহলে বিকল হতে পারে ফোন

বর্তমানে প্রযুক্তি সবথেকে বিস্ময়কর আবিষ্কার হলো স্মার্টফোন (Smartphone)।  একটা সময় ছিল যখন একে অপরের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে ল্যান্ডলাইন কিংবা চিঠি আদান-প্রদানকে গুরুত্ব দেওয়া হতো,

Why Using the Wrong Charger Can Damage Your Smartphone

বর্তমানে প্রযুক্তি সবথেকে বিস্ময়কর আবিষ্কার হলো স্মার্টফোন (Smartphone)।  একটা সময় ছিল যখন একে অপরের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে ল্যান্ডলাইন কিংবা চিঠি আদান-প্রদানকে গুরুত্ব দেওয়া হতো, তবে স্মার্টফোনের আবিষ্কার সেই সমস্ত যোগাযোগ মাধ্যমকে পাল্টে দিয়েছে।

সাম্প্রতিক সময়ে একে অপরের সাথে যোগাযোগ করার জন্য আর অপেক্ষা করতে হয় না স্মার্টফোনের মাধ্যমেই মুহূর্তের মধ্যে একে অপরের সাথে যোগাযোগ করা যায় তাছাড়া বিশ্বের হাজারো ঘটনা মুহূর্তের মধ্যে আমরা জানতে পারি স্মার্টফোনের দৌলতে।

তাই এক কথায় বলে যেতে পারে বর্তমানে স্মার্টফোন ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। শুধু যোগাযোগ নয়, অন্যদিকে যে কোন বিষয়ে জানা অনলাইনে পড়াশোনা থেকে শুরু করে অফিসে যাবতীয় কাজকর্ম স্মার্টফোনের মাধ্যমেই করা যায়। তাই সারাদিনের খাওয়া দাওয়া ভুলে গেলে স্মার্টফোন হাতছাড়া করতে ভোলেন না কেউই। তবে স্মার্ট ফোন হচ্ছে না করলেও অনেক সময় তে আমরা স্মার্টফোনের চার্জার হাতছাড়া করে দিন যার ফলে অন্য ফোনের চার্জার দিয়ে চার্জ করতে হয় স্মার্টফোন।

বিশেষজ্ঞদের মতে, যা একেবারেই স্মার্টফোনের স্বাস্থ্যের পক্ষে উপকারী নয় বরং খুব সহজে আপনার স্মার্টফোনের ব্যাটারিটিকে বিকল করে দিতে পারে। মূলত প্রত্যেক স্মার্টফোনের ব্যাটারি আলাদা একই সাথে প্রতিটি স্মার্টফোনের চার্জার আলাদা পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করে। কাজেই আপনার ফোনটি যদি তার চেয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদনকারী কোনো চার্জারে সংযোগ করেন তাহলে তা সহজেই স্মার্টফোনের ব্যাটারি নষ্ট করতে পারে।