দেশে ব্যান হল Apple -এর IPhone

এবার বড়সড় ধাক্কা খেল অ্যাপল। অ্যাপলের জনপ্রিয় আইফোন ১৩ (Iphone 13) ও আইফোন ১২ (Iphone 12) নিষিদ্ধ করা হয়েছে। কলম্বিয়ায় এই ফোনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার জেরে কলম্বিয়ায় আর এই স্মার্টফোন বিক্রি করতে পারবে না সংস্থা। আর এমনটাই নির্দেশ দিয়েছে কলম্বিয়ার বোগোতা আদালত।

নির্দেশ অনুযায়ী, অ্যাপল কলম্বিয়ায় আইফোন ১৩, আইফোন ১২ এবং এমনকি ৫জি কানেক্টিভিটিসহ আইপ্যাড মডেলের মতো কোনো ৫জি কানেক্টিভিটি ডিভাইস বিক্রি করতে পারবে না।

   

সংস্থাটি পেটেন্টটি চুরি করেছে বলে আদালতে ছাড়পত্র পাওয়ার পরে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৫জি হার্ডওয়্যার-এর অপরিহার্য পেটেন্ট চুরির অভিযোগে এপ্রিলে বোগোতার একটি আদালতে অ্যাপলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এক রিপোর্টে বলা হয়, ২০১৯ সালে এরিকসনকে ফাইভ-জি’র স্ট্যান্ডার্ড এসেনশিয়ালসের পেটেন্ট দেওয়া হয়, যা ২০৩৭ সালের ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে।

এ ছাড়াও অ্যান্টি-অ্যান্টি-অ্যান্টিস্যুট ইঞ্জেকশন প্রয়োগ করেছে আদালত। এর অর্থ এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অ্যাপল বাইরের কোনো আদালতে আপিল করতে পারবে না। তবে অ্যাপলের পক্ষ থেকে আদালতে জানানো হয়, ৫জি নেটওয়ার্ক এখনও দেশে নেই, তাই ওই উপাদানগুলো ব্যবহার করা হয়নি।

এদিকে এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে এসেছে যখন অ্যাপল বিশ্বব্যাপী আইফোন ১৪ চালু করার প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে এটি কোম্পানির জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন