অত্যাধুনিক AI প্রশিক্ষণের অধীনে নিজ রাজ্যের সব শিক্ষক-শিক্ষকাকে আনার কথা ঘোষণা করলেন পিনারাই বিজয়ন। বাম জোট শাসিত কেরল সরকারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ”এই ঈর্ষণীয় মাইলফলক অর্জনের জন্য আমাদের দেশের প্রথম রাজ্যে পরিণত হবে…” সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, কোচির জেনএআই কনক্লেভে (Gen AI conclave) বক্তৃতা করতে গিয়ে, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, “কেরালার সমস্ত শিক্ষককে এআই-তে প্রশিক্ষণ দেওয়া হবে”।
উল্লেখ্য দেশের প্রথম আন্তর্জাতিক জেনারেল এআই কনক্লেভ হচ্ছে কেরলে। কেরল সরকারের দাবি, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে ভারতের শীর্ষস্থানীয় হাব হওয়ার রাজ্যের প্রচেষ্টাকে গতি দেবে।
সিপিআইএমের শীর্ষ নেতা ও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ফেসবুক পোস্টে বলেছেন 11 এবং 12 জুলাই রাজ্য সরকারের সহযোগিতায় বিশ্ব প্রযুক্তি সংস্থা আইবিএম দ্বারা কোচিতে আয়োজিত দুই দিনের কনক্লেভে এক হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। এদিন অনুষ্ঠানের উদ্বোধনে তিনি জানান, দেশ এআই নির্ভর শিক্ষাদান কর্মসূচিতে মাইলফলক গড়ল কেরল।
#WATCH | Speaking at GenAI Conclave in Kochi, Kerala CM Pinarayi Vijayan says, “All teachers in Kerala will be trained in AI, making us the first state in the country to achieve this enviable milestone…” pic.twitter.com/XwcO6Z5p4r
— ANI (@ANI) July 11, 2024
রাজ্যের শিল্পমন্ত্রী পি রাজীব বলেছেন, আন্তর্জাতিক জেনারেল এআই কনক্লেভ উদ্ভাবনকে উত্সাহিত করার এবং রূপান্তরমূলক প্রযুক্তি গ্রহণ করার জন্য কেরল প্রতিশ্রুতি দিচ্ছে বলে রাজ্য সরকারের দাবি। IBM এর অংশীদার হিসাবে, এই যুগান্তকারী উদ্যোগের লক্ষ্য কেরলকে জেনারেটিভ AI উদ্ভাবনের কেন্দ্র হিসেবে স্থাপন করা, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অনুঘটক করা এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। শিল্প 4.0 প্রস্তুতির জন্য দৃষ্টিভঙ্গি।
কেন্দ্রের ‘ভাঙলেও মচকাব না’ অবস্থান! NEET পরীক্ষা নিয়ে আদালতে কী জানাল মোদী সরকার?