ফের সেই ‘অভিশপ্ত’ হাথরস, বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২, আহত বহু

ফের শিরোনামে হাথরস। আবারও এক ভয়াবহ দুর্ঘটনার (Accident) সাক্ষী থাকল বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। হাথরসে পদদলিত হয়ে শতাধিক মৃত্যর ঘা এখনও শোকায়নি। তারওপর বুধবার উন্নাওতে…

ফের শিরোনামে হাথরস। আবারও এক ভয়াবহ দুর্ঘটনার (Accident) সাক্ষী থাকল বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। হাথরসে পদদলিত হয়ে শতাধিক মৃত্যর ঘা এখনও শোকায়নি। তারওপর বুধবার উন্নাওতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যুর ঘটনার স্মৃতি এখনও তরতাজা। তারই মধ্যে ফের একবার হাথরসে বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। মৃত্যু হল দুজনের। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের হাথরসের সিকান্দ্রারাওয়ের টোলি গ্রামের কাছে একটি দোতলা বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনা প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন জেলাশাসক হাথরস আশিস কুমার। তিনি বলেছেন, “এই দুর্ঘটনায় দু’জন মারা গিয়েছেন এবং প্রায় ১৬ জন মতো আহত হয়েছেন।” আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

   

শেষ পাওয়া খবর অনুযায়ী, আহতদের দ্রুত চিকিৎসার জন্য বাগলা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহতদের মধ্যে পাঁচজনকে তাদের আঘাতের তীব্রতার কারণে আরও চিকিৎসার জন্য আলিগড় মেডিকেলে রেফার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সকলের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবারই দিল্লিগামী একটি দোতলা স্লিপার বাসের সঙ্গে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দুধের ট্যাঙ্কারের সংঘর্ষে ১৮ জন নিহত ও ১৯ জন আহত হন। বেহতা মুঝাওয়ার থানা এলাকার জোজিকোট গ্রামের কাছে ভোর পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জেলাশাসক গৌরাঙ্গ রাঠি জানিয়েছেন, বিহারের মোতিহারি থেকে আসা বাসটি সম্ভবত দ্রুতগতিতে যাওয়ার সময় দুধের ট্যাঙ্কারটিকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাঠি উল্লেখ করেছিলেন যে সামান্য আহত ২০ জন যাত্রীকে ৬০ জন যাত্রী বহনকারী অন্য একটি বাসে করে দিল্লিতে পাঠানো হয়েছিল।