Tomato Prices: ভারতের এই শহরবাসী মাত্র ২৫ টাকা কেজিতে টমেটো পাচ্ছেন

tomato prices

আজকাল দেশের সমস্ত রাজ্যে টমেটোর দাম (Tomato Prices) প্রতি কেজি ১২০ থেকে ১৬০ টাকা পর্যন্ত। টমেটোর বাড়তি দাম খাবারের স্বাদ নষ্ট করেছে। অবস্থা এমন যে, মানুষ খাবারে টমেটো ব্যবহারও বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, উত্তরাখণ্ডের সীমান্তবর্তী জেলা পিথোরাগড়ে টমেটোর দাম কমার কোনও প্রভাব নেই। আসলে এখানকার অনেক গ্রামের মানুষ টমেটো কিনতে নেপালে ছুটছে, কারণ বর্তমানে সেখানে টমেটোর দাম প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা। নেপাল সংলগ্ন ভারতীয় এলাকার মানুষ প্রতিবেশী দেশ থেকে টমেটো কেনা নিয়ে মারামারি করছে।

Advertisements

ভারত সীমান্তবর্তী নেপালের এলাকায় প্রচুর টমেটো চাষ হয়। এ বছর টমেটোর ভালো ফলন হয়েছে। প্রতিবেশী দেশে এ সময়ে টমেটোর দাম স্বাভাবিক রয়েছে। এই কারণেই পিথোরাগড় ও চম্পাওয়াতের সীমান্তবর্তী গ্রাম থেকে লোকজন টমেটো কিনতে নেপালে যাচ্ছে। শুধু তাই নয়, জেলার প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ীরাও সেখান থেকে সস্তায় টমেটো এনে দামি দামে বিক্রি করছেন।

   

‘নেপাল দুই কিলোমিটার দূরে…’
পিথোরাগড়ের বাসিন্দা মোহন রাম জানান, তাঁর বাড়ি থেকে নেপাল সীমান্ত দুই কিলোমিটার দূরে। তিনি সেখানে টমেটো কিনতে যাচ্ছেন। বর্তমানে নেপালে টমেটোর দাম প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা। আর পিথোরাগড়ে এর দাম ১২০ টাকা থেকে ১৫০ টাকা প্রতি কেজি। তিনি বলেন, অনেক ভারতীয় ব্যবসায়ী নেপাল থেকে টমেটো কিনে এখানে চড়া দামে বিক্রি করছেন।

আগে ভারত থেকে নেপালে টমেটো পাঠানো হতো
ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক হরি বল্লভ ভট্ট বলেন, ভারতে টমেটোর দাম আকাশ ছোঁয়া। স্বস্তি দিচ্ছে নেপালের টমেটো। তিনি বলেন, আগে ভারত থেকে নেপালে টমেটো পাঠানো হলেও এখন সেখান থেকে টমেটো আসছে। নেপাল থেকে প্রতিদিন প্রায় ৫ টন টমেটো ভারতে রপ্তানি হচ্ছে। ধারচুলা থেকে বনবাসা পর্যন্ত ঝুলন্ত সেতুর মাধ্যমে নেপাল থেকে ভারতের বাজারে আনা হচ্ছে টমেটো।

ভারতীয়রা নেপালের সস্তা দাম পছন্দ করে
উল্লেখযোগ্যভাবে, নেপালের অনেক সস্তা জিনিস ভারতীয়রা খুব পছন্দ করে। এর আগে, যখন ভারতে হঠাৎ করে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে শুরু করে, তখনও উত্তরাখণ্ডের সীমান্তবর্তী গ্রামের লোকেরা নেপালের দিকে ঝুঁকেছিল, কারণ সেখানে ভারতের তুলনায় পেট্রোল এবং ডিজেল সস্তায় পাওয়া যেত। এখন টমেটোর ক্ষেত্রেও তেমন কিছু দেখা যাচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements