Friday, December 1, 2023
HomeBusinessLost Your Aadhaar Card? চিন্তা নেই, বাড়ি বসেই ডাউনলোড করুন কার্ড

Lost Your Aadhaar Card? চিন্তা নেই, বাড়ি বসেই ডাউনলোড করুন কার্ড

বর্তমানে প্রত্যেক ভারতীয় অন্যতম প্রধান পরিচয় হলো আধার কার্ড (Aadhaar Card)। আমি কিন্তু সরকার আধার কার্ডকে যোগ্য পরিচয়পত্র বলে গণ্য করেছে। তাই আমাদের যে কোন কাজে আধার কার্ডের দরকার পড়ে। নিজের পরিচয় পত্র থেকে শুরু করে ব্যাংকে টাকা লেনদেনের সময় আধার কার্ড অত্যন্ত জরুরি।

   

অন্যদিকে সম্প্রতি আধার কার্ডের সাথে প্যান কার্ড সংযুক্ত করতে বলেছে কেন্দ্র সরকার না হলে কোন ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। কিন্তু এই আধার কার্ড যদি হারিয়ে যায় কোন কারনে তাহলে কী করবেন! সেই উত্তরই বলে দেবো আমরা এই প্রতিবেদনের মাধ্যমে।

যেহেতু আধার কার্ড আমাদের প্রত্যেকের প্রয়োজনীয় নথি তাই আধার কার্ড ছাড়া কোন কিছুই সম্ভব নয়। তবে আধার কার্ড হারিয়ে গেলে চিন্তিত হয়ে পড়ার কোন কারণ নেই। আপনি বাড়ি বসেই খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন একটি নকল আধার কার্ড। সেই জন্য আপনাকে প্রথমে যেতে হবে UDAI সাইটে।

এটি কেন্দ্র সরকারের একটি সাইট। প্রথমে এই সাইটে গিয়ে নিজের নাম জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিতে হবে। তারপর দিতে হবে বারো অংকের এনরোলমেন্ট নম্বর অর্থাৎ আপনার আধার নম্বর। সব দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে চার অঙ্কের ওটিপি আসবে। সেই ওটিপি যথাস্থানে দিলেই কিছুক্ষণের মধ্যেই সামনে আসবে আপনার আধার কার্ড। এবং এই আধার কার্ড সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য।

Latest News